বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০২৩ তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশের সকল ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ের ডাটা এন্ট্রির সময়সীমা ২০ জুলাই পর্যন্ত বর্ধিতকরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৯/০৭/২০২৩)
বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০২৩ তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশের সকল ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ের ডাটা এন্ট্রির সময়সীমা ২০ জুলাই পর্যন্ত বর্ধিতকরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৯/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
wwwww.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.৮০১.০৩.০২৩.১৯ - ৩১০/৮
তারিখ:
২৫ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ
০৯ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ
বিষয়: বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০২৩ তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশের সকল ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ের ডাটা এন্ট্রির সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত।
সূত্র: প্রাশিঅ এর ১৮ জুন 2023 তারিখের 38.01.0000.801.03.023.19-287 নং স্মারক।
সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৩ এর তথ্য সংগ্রহের নিমিত্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অনলাইন সফটওয়্যারে তথ্য আপলোডের সময়সীমা ছিল 30 জুন 2023 খ্রিষ্টাব্দ। অদ্য 09/07/2023 তারিখের তথ্য মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষন বিদ্যালয় ও সদ্য জাতীয়করণকৃত মোট ১২৩৭টি বিদ্যালয় এবং কিন্টারগার্টেন ও অন্যান্য বেসরকারি ১৮৯৬টি বিদ্যালয়সহ সর্বমোট ৩২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আপলোড করা হয়নি। এছাড়াও, ১৩৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আপলোড করা হলেও তা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করা হয়নি।
২। এমতাবস্থায়, এপিএসসি-2023 এর তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ভুলভাবে আগামী ২০ জুলাই 2023 তারিখের এর মধ্যে আপলোড এবং উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক চূড়ান্ত অনুমোদন প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
৩। সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকগণ তথ্য আপলোডের বিষয়টি নিশ্চিত করে পরিচালক (পরি ও মূল্যা:) বরাবর (dirmonitordpe@gmail.com, admonitoringdpe@gmail.com ) অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৪। বিষয়টি অতিব জরুরী।
স্বাক্ষরিত
খন্দকার দীন মোহাম্মদ
সহকারী পরিচালক (পরিঃ ও মূল্যাঃ)
No comments
Your opinion here...