আইসিটি-কম্পিউটার ল্যাব নিয়মিত ব্যবহার প্রসঙ্গে DME এর নির্দেশনা। (২০/০৭/২০২৩)
আইসিটি-কম্পিউটার ল্যাব নিয়মিত ব্যবহার প্রসঙ্গে DME এর নির্দেশনা। (২০/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা
গাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা
www.dme.gov.bd
স্মারক নম্বর: 57,25,0000,006, 21.001.18.107
তারিখ: ৫ শ্রাবণ ১৪৩০ বঙ্গান্দ
২০ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়: আইসিটি/কম্পিউটার ল্যাব নিয়মিত ব্যবহার প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০৪১ সনের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ' গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন থেকেই আধুনিক তথ্য ও প্রযুক্তির বিকাশের সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে প্রায়োগিক শিক্ষা প্রদান করা জরুরি। ইতোমধ্যে সরকারি/বেসরকারি/স্থানীয় সহযোগিতায় অনেক মাদ্রাসায় আইসিটি ল্যাব কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদেরকে প্রায়োগিক শিক্ষার মাধ্যমে আইসিটি ও কম্পিউটার বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে:
(ক) আইসিটি শিক্ষকের তত্ত্বাবধানে মাদ্রাসার নিজস্ব ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ/উপাধ্যক্ষ, সুপার/সহকারী সুপার, সকল স্তরের শিক্ষক, অফিস সহকারীগণকে কম্পিউটার ব্যবহারের বিষয়ক ১ (এক) দিনের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করতে হবে;
(খ) প্রত্যেক শিক্ষককে সপ্তাহে কমপক্ষে ২ (দুই) টি ক্লাশ আইসিটি বা কম্পিউটার ল্যাব ব্যবহার করে প্রায়োগিক শিক্ষা প্রদান করতে হবে:
(গ) আইসিটি/কম্পিউটার ল্যাব নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখতে হবে;
(ঘ) আইসিটি/কম্পিউটার ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণসমূহ মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে;
২। উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হল।
স্বাক্ষরিত
হাবিবুর রহমান
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)




No comments
Your opinion here...