ad

জরুরী নির্দেশনা সংক্রান্ত DME (১৮/৭/২০২৩)

Views

 


জরুরী নির্দেশনা সংক্রান্ত DME (১৮/৭/২০২৩)



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 

প্রশাসন শাখা

গাইড হাউস (৭ম ও ১০ম তলা), 

নিউ বেইলী রোড, ঢাকা 

www.dme.gov.bd


তারিখ: ০৩ শ্রাবণ, ১৪৩০

১৮ জুলাই, ২০২৩


স্মারকনং-57.25.0000.001.50.001.18-743


বিজ্ঞপ্তি


সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল/আলিম/ফাজিল/কামিল পর্যায়ের মাদ্রাসার কতিপয় শিক্ষক শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ব্যতিরেকে কর্মস্থলের বাহিরে অবস্থান করছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে তাদের ব্যক্তিগত ওয়ালে ও বিভিন্ন গ্রুপে আন্দোলনের নামে কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তের বিষয়ে অশোভন, অনৈতিক, শিষ্টাচার বহির্ভূত এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করছেন। এতে মাদ্রাসায় শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। এ ধরনের কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর ১০ (ঙ) ও ১০ (ছ) এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৮ (গ) অনুচ্ছেদের পরিপন্থী।

এমতাবস্থায়, মাদ্রাসায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীগণকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত

মোঃ জাকির হোসাইন

উপ পরিচালক (প্রশাসন) 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.