এনটিআরসিএ কর্তৃক ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে ভিআর ফরম সঠিকভাবে প্রেরণ সংক্রান্ত নির্দেশনা। (১৭/০৭/২০২৩)
এনটিআরসিএ কর্তৃক ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে ভিআর ফরম সঠিকভাবে প্রেরণ সংক্রান্ত নির্দেশনা। (১৭/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা)
৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০
www.ntrca.gov.bd
বিজ্ঞপ্তি
স্মারক নং: 37.05.0000.011.27.001.22-129
তারিখ: 02 শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ
১৭ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়ঃ এনটিআরসিএ কর্তৃক ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে ভিআর ফরম সঠিকভাবে প্রেরণ সংক্রান্ত।
এনটিআরসিএ-এর ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে অনলাইনে প্রার্থীদের নিকট হতে গত ৩০/০৬/২০২৩ তারিখ পর্যন্ত ভিআর ফরম গ্রহণ করা হয়। ভিআর ফরমসমূহ যাচাই করে বিভিন্ন রকমের তথ্যগত ভুল, যেমন- রোল নম্বরের জায়গায় Not Applicable, রোলের স্থানে ব্যাচ নম্বর, ভুল রোল নম্বর প্রদান ইত্যাদি পরিলক্ষিত হচ্ছে। প্রার্থীদের সুবিধার্থে ভুল তথ্য প্রদানকারী প্রার্থীগণের ভিআর ফরম এনটিআরসিএ থেকে অনলাইনে প্রার্থীগণের নিকট পুনরায় ফেরত প্রদান করা হচ্ছে। ভুল তথ্য প্রদানকারী প্রার্থীগণের একটি তালিকা এতদসঙ্গে সংযুক্ত করা হলো (সংযুক্তি-ক)। বর্ণিত প্রার্থীগণকে ভিআর ফরমের তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আগামী ২৭/০৭/২০২৩ তারিখের মধ্যে অনলাইনে এনটিআরসিএতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(কাজী কামরুল আহছান)
পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান
এনটিআরসিএ, ঢাকা।
ফোন: 02-41030121.
No comments
Your opinion here...