২০২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ পুনঃনির্ধারণ সংক্রান্ত MOF এর নির্দেশনা। (১২/০৬/২০২৩)
২০২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ পুনঃনির্ধারণ সংক্রান্ত MOF এর নির্দেশনা। (১২/০৬/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ বাজেট অধিশাখা-২
বাজেট অনুবিভাগ-১
www.mof.gov.bd
স্মারক নং-07.০০,0000,102,20,002.21-448
তারিখঃ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঃ
১২ জুন ২০২৩ খ্রিঃ
বিষয়ঃ ২০২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ পুনঃনির্ধারণ।
সুত্রঃ অর্থ বিভাগের পরিপত্র নং-০৭,০০,০০০০,১০২, ২০,০০২,২১-৩০১, তারিখঃ ১৫ মে ২০২৩ খ্রিঃ
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পরিপত্রের অনুবৃত্তিক্রমে চলতি ২০২২-২৩ অর্থবছরের অর্থ ছাড়, ব্যয় বিল দাখিল, বিল নিষ্পত্তি এবং চেক ইস্যুর সময়সীমা নিম্নরূপে পুনঃনির্ধারণ করা হলোঃ
২। সকল প্রকার বেতন-ভাতা সংক্রান্ত বিল এ সময়সীমার আওতামুক্ত থাকবে।
৩। পরিচালন ও উন্নয়ন খাতের অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর উপরিল্লিখিত সময়সীমা কোনক্রমেই আর বৃদ্ধি করা হবে না।
(আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ)
যুগ্ম সচিব (বাজেট-১)
ফোনঃ 02-223356043
No comments
Your opinion here...