ad

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সহায়তায় শিক্ষক ওরিয়েন্টেশন ও বাস্তবায়ন প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (০৫/০৬/২০২৩)

Views

 



ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সহায়তায় শিক্ষক ওরিয়েন্টেশন ও বাস্তবায়ন প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (০৫/০৬/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা

 www.dshe.gov.bd


স্মারক নং- 37.02.০০০০,107,31,150, 2023 1150

তারিখ: 05.06.2023 খ্রি. 



বিষয়: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সহায়তায় শিক্ষক ওরিয়েন্টেশন ও বাস্তবায়ন প্রসঙ্গে।


সূত্র: ১। এনসিটিবি'র স্মারক নং- এনসিটিবি/শি. ই. ২৫৭/২০০৯ (পার্ট-১)/৮৬৩; তারিখ: ২৪ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ 

২। মাউশি'র স্মারক নং- 37.02.0000.107.31.150. 2013, 1104; তারিখ: ২৫/০৫/২০২৩ খ্রি.)

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রে এনসিটিবি কর্তৃক প্রেরিত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল শিক্ষককে স্বান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনায় সহায়তার জন্য মুক্তপাঠ (https://nctb.muktopaath.gov.bd) সম্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটি অনলাইন ওরিয়েন্টেশন কোর্স ৩০ মে, ২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। উক্ত নির্দেশনার আলোকে যে সকল শিক্ষক এখন পর্যন্ত ওরিয়েন্টেশন কোর্সটি সম্পন্ন করেননি তাঁদেরকে আগামী ০৭ জুন, ২০২৩ তারিখের মধ্যে কোর্সটি সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এছাড়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নে নিম্নোক নির্দেশনা প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


১. নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নে প্রত্যেক উপজেলা/থানার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকগণ একটি WhatsApp Group খুলবেন এবং নিয়মিত উক্ত Group এ তথ্য আদান প্রদান করবেন। বিষয়ভিত্তিক শিক্ষকগ কর্তৃক WhatsApp Group টি মনিটরিং করবেন সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার: 


২. নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নে প্রত্যেক উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার তাঁর উপজেলা/থানার সকল প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণের সমন্বয়ে একটি WhatsApp Group খুলবেন এবং নিয়মিত Group এ তথ্য আদান প্রদান করবেন। উক্ত WhatsApp Group টি মনিটরিং করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার, 


৩. নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নে প্রত্যেক অঞ্চলের জেলা শিক্ষা অফিসারগণ একটি WhatsApp Group খুলবেন এবং নিয়মিত উক্ত Group এ তথ্য আদান প্রদান করবেন। উক্ত WhatsApp Group টি মনিটরিং করবেন সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক।

উপরোল্লিখিত বিষয়ে প্রত্যেক উপপরিচালকগণ নতুন কারিকুলাম বাস্তবায়ন অগ্রগতির একটি মাসিক প্রতিবেদন তৈরি করবেন। এবং প্রতি মাসে উক্ত প্রতিবেদন মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণ করবেন।


স্বাক্ষরিত

(এস এম জিয়াউল হায়দার হেনরী) 

সহকারী পরিচালক (মাধ্যমিক-২)

addshesecondary2@gmail.com




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.