অনলাইন বদলি সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত DPE এর নির্দেশনা (২০/০৬/২০২৩)
অনলাইন বদলি সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত DPE এর নির্দেশনা (২০/০৬/২০২৩)
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
২০ জুন ২০২৩
বিষয়ঃ অনলাইন বদলি সফ্টওয়ারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত।
সূত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং-38.01.0000.145.19.003.23-540, তারিখ: ১০ এপ্রিল ২০২৩
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের অনলাইন বদলি সফ্টওয়ারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়ায় জারিকৃত বদলির আদেশে যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে মামলাজনিত কারণে/পদ শুন্য না থাকার কারণে/নবসৃষ্ট পদে বদলি জনিত কারনে যোগদান করতে পারছেন না এরুপ শিক্ষকগণের তথ্য এবং উক্ত শিক্ষকের বদলিকৃত বিদ্যালয়ের পরিবর্তে বিকল্প শুন্য পদ বিশিষ্ট বিদ্যালয়ের নামের প্রস্তাব (তাঁর আওতাধীন জেলার তথ্য জেলাভিত্তিক সমন্বিত করে) ১৩/০৪/২০২৩ তারিখের মধ্যে প্রেরণের নির্দেশনার প্রেক্ষিতে সকল বিভাগ থেকে পাওয়া গিয়েছে। তথাপি বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্তভাবে এখনও অনুরুপ প্রস্তাব প্রেরণ করা হচ্ছে।
এমতাবস্থায়, জরুরী ভিত্তিতে আগামী ২৫/০৬/২০২৩ তারিখের মধ্যে তাঁর নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে যেসকল শুন্য পদের তথ্য প্রেরণ করা হয়েছে তা ব্যতিত পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে প্রেরিত তথ্যসহ অবশিষ্ট শুন্য পদের তথ্য সমন্বিত করে ইমেইলযোগে (dpeadbidda@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য নির্ধারিত সময়ের পর প্রেরিত কোন প্রস্তাব কোনক্রমে প্রহণযোগ্য হবে না । পরবর্তীতে এসংক্রান্ত কোন জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্মরর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
স্বাক্ষরিত
নাসরিন সুলতানা সহকারী পরিচালক (পলিসি ও অপা:)
No comments
Your opinion here...