ad

নতুনভাবে এমপিওভূক্ত/স্তর পরিবর্তনকৃত মাদ্রাসাসমূহের অনুকুলে এমপিও কোড প্রদান প্রসঙ্গে DME এর নির্দেশনা। (২৯/০৫/২০২৩)

Views

 


নতুনভাবে এমপিওভূক্ত/স্তর পরিবর্তনকৃত মাদ্রাসাসমূহের অনুকুলে এমপিও কোড প্রদান প্রসঙ্গে DME এর নির্দেশনা। (২৯/০৫/২০২৩)



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মেমিস প্রকল্প, গাইড হাউস
 (৭ম ও ১০ম তলা) ঢাকা নিউ বেইলী রোড
 www.memis.gov.bd


 স্মারক নং- এমইএমআইএস/প্রকল্প/এমপিও কোড. প্র./২০১৮/ ৭৮০

তারিখ: ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ 
29 মে 2023


বিষয়: নতুনভাবে এমপিওভুক্ত/স্তর পরিবর্তনকৃত মাদ্রাসাসমূহের অনুকূলে এম.পি.ও কোড প্রদান প্রসঙ্গে।

সূত্র: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-57.25.0000.002.08,011.19-.73; তারিখ ০৭ মে 2023 খ্রি:


উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে দাখিল, আলিম, ফাজিল এবং কামিল পর্যায়ের যথাক্রমে ০৭টি,১৩টি,০৭টি ও ০৬টি সর্বমোট ৩৩টি মাদ্রাসা নতুনভাবে এমপিওভুক্ত করায় বর্ণিত মাদ্রাসাসমূহের অনুকূলে এমপিও কোড বরাদ্দের নিমিত্তে নির্দেশনা প্রদান করা হয়। তৎপ্রেক্ষিতে নতুনভাবে এমপিওভুক্ত মাদ্রাসাসমূহের অনুকূলে হলো (কপি সংযুক্ত)। এমপিও কোড প্রদান করা হলো।


এমতাবস্থায়, মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। সাভার

সংযুক্তিঃ ২ পৃষ্ঠা।

স্বাক্ষরিত


মোহাম্মদ আবু নঈম 
প্রকল্প পরিচালক (উপসচিব)
 মেমিস প্রকল্প, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 
ফোন: ৪১০৩০১৬২ 
mnoyeem@yahoo.com














No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.