উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।(১৩/০৬/২০২৩)
উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।(১৩/০৬/২০২৩)
উপবৃত্তি (চাহিদা) সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি 13/06/2013খ্রি.
চলতি 2022-23 অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের প্রায় ৯৬ লক্ষ শিক্ষার্থীর অনুমোদিত চাহিদা (গত 20/05/2023খ্রি. তারিখ পর্যন্ত) মাঠ পর্যায় থেকে পাওয়া গেছে এবং যার অনুকূলে প্রায় ৮৫ লক্ষ শিক্ষার্থীর টাকা বিতরণ করা হয়েছে।
উক্ত সময়ের যেসকল বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রাপ্য চাহিদা প্রস্তুত, সংরক্ষণ, ক্লাস্টারে প্রেরণ, উপজেলায় যাচাই-বাছাই ও অনুমোদন কার্যক্রম পেন্ডিং রয়েছে চাহিদা সেসকল কার্যক্রম সম্পন্নের নিমিত্ত 12/06/20২৩খ্রি. তারিখ থেকে ১৫/০৬/২০২৩খ্রি. তারিখ পর্যন্ত PESP MIS Software-এর চাহিদা অপশন উন্মুক্ত থাকবে। উক্ত সময়ের মধ্যে চাহিদা সংক্রান্ত যাবতীয় পেন্ডিং কার্যাদি বিনা ব্যর্থতায় সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, এইউইও/এটিইও এবং ইউইও/টিইওগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো ।
বি.দ্র: আগামী ১৫/06/2023খ্রি. তারিখের পর বর্ণিত সময়ের চাহিদা সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করার আর কোন সুযোগ থাকবে না।
সংশ্লিষ্টগণ কর্তৃক চাহিদা রিপোর্ট (বিস্তারিত প্রতিবেদন) ডাউনলোড করে আবশ্যিকভাবে দেখতে হবে, যেন কোন সুবিধাভোগী শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদন অনিষ্পন্ন (Pending) না থাকে।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
No comments
Your opinion here...