জাতীয় সংসদের ৩০০ আসনের পুনঃনির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা - ২০২৩ প্রকাশ (০১/০৬/২৩)।
Views
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়
বিজ্ঞপ্তি
তারিখ : ০১ জুন ২০২৩/১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
নং 17.00.0000.025.22.004.22(অংশ-১)-৬০২ ।—–— নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৬ এর উপ-ধারা (৩) এর অধীন জাতীয় সংসদের পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকাসমূহের প্রাথমিক তালিকা প্রজ্ঞাপন নং 17.০০.০০০০.025. 22.004.22(অংশ)-১৫৬, তারিখ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩/১৩ ফাল্গুন ১৪২৯ মূলে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় এবং উক্ত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩ এর অধীন পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকা বিষয়ে দাবী/আপত্তি/সুপারিশ/মতামত আহবান করা হয়।
০২। নির্বাচন কমিশন সচিবালয় প্রজ্ঞাপন নং 17.00.0000.025.22.004.২২(অংশ)-১৫৬, তারিখ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩/ ১৩ ফাল্গুন ১৪২৯ এবং প্রজ্ঞাপন নং 17.00.0000.025.22.০০4. ২২(অংশ-১)-২৪১, তারিখ ৫ এপ্রিল 2023/ ২২ চৈত্র ১৪২৯ মূলে নির্ধারিত সময়সূচী মোতাবেক প্রাপ্ত দাবী/আপত্তি/সুপারিশ/মতামত এর উপর কমিশন কর্তৃক প্রকাশ্য শুনানি গ্রহণ করা হয়।
০৩। নির্বাচন কমিশন উক্ত আইনের ধারা ৬ এর উপ-ধারা (৪) অনুযায়ী দাবী/আপত্তি/সুপারিশ/ মতামত দরখাস্তসমূহে উল্লিখিত তথ্যাবলী পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনান্তে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনি এলাকার প্রয়োজনীয় সংশোধন করতঃ এতদসংগে সংযুক্ত তফসিল মোতাবেক জাতীয় সংসদের ৩০০ (তিনশত) আসনের পুনঃনির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করিল।
ফুল পিডিএফ ডাউনলোড
জাতীয় সংসদের ৩০০ আসনের পুনঃনির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা - ২০২৩ প্রকাশ (০১/০৬/২৩)।
রেজিস্টার্ড নং ডি এ-১
বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা
স্বাক্ষরিত
নির্বাচন কমিশনের আদেশক্রমে মোঃ জাহাংগীর আলম সচিব।
(৬৪০১ ) মূল্য : টাকা ২৪.00
ফুল পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...