উপবৃত্তি (SKT এর ডাটা এন্ট্রি সংক্রান্ত) বিজ্ঞপ্তি ০৪/০৫/২০২৩খ্রি.
উপবৃত্তি (SKT এর ডাটা এন্ট্রি সংক্রান্ত) বিজ্ঞপ্তি ০৪/০৫/২০২৩খ্রি.
এতদ্বারা আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্ত শিশু কল্যাণ ট্রাস্ট (SKT) পরিচালিত সারা দেশের ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের ইউজার আইডি (মোবাইল নম্বর) এবং ডিফল্ট
পাসওয়ার্ড (Pesp@1234) গত ০৩/০৫/২০১৩ তারিখ প্রেরণ করা হয়েছে।
উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি ০৪/০৫/২০২৩ থেকে ০৫/০৫/২০২৩ তারিখের মধ্যে বিনা ব্যর্থতায় সম্পন্নকরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এন্ট্রিকৃত ডাটা আগামী ০৫/০৫/২০২৩ থেকে ০৬/০৫/২০২৩ তারিখের মধ্যে যাচাই-বাছাই ও অনুমোদনের কার্যক্রম যথাক্রমে সংশ্লিষ্ট AUEO / ATEO এবং UEO/TEO কর্তৃক সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
উক্ত ডাটা এন্ট্রি কার্যক্রম বর্ণিত সময়ের মধ্যে সম্পন্নের নিমিত্ত শিশু কল্যাণ ট্রাস্ট (SKT) এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিবিড় মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Helping page on
E-Monitoring
বিষয়টি অতীব জরুরী।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
No comments
Your opinion here...