ad

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৪/০৫/২০২৩)

Views

 


প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৪/০৫/২০২৩)


প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি সংক্রান্ত।


#ক্রীড়া প্রতিযোগিতা: আগামী ০৩ জুন ২০২৩ 

#সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা : ০৪ জুন ২০২৩

#ক্রীড়া প্রতিযোগিতার স্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ

#সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার স্থানঃ ঢাকা পিটিআই


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬


স্মারক নং- ৩৮,০১,০০০৬,১৪৫,৯৯,০২৫,১৯(পার্ট-১), ২৮৪


তারিখ:১০ জ্যেষ্ঠ ১৪৩০

২৪ মে ২০২৩

বিষয়: প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা প্রসঙ্গে।


উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, আগামী ০৩ জুন ২০১৩ তারিখ জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া প্রতিযোগিতা ০৪ জুন ২০২৩ তারিখ সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার তারিখ নির্ধারিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার প্রতিযোগিতা ও ঢাকা পিটিআই, মিরপুর-১০ এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


২। বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা গুলের (১) ১০০ মিটার দৌড়, (২) দীর্ঘ লাফ (৩) উচ্চ লাফ - (8) ক্রিকেট বল নিক্ষেপ (৫) ভারসামাই দৌড় (৬)অঙ্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ছাত্র ও ছাত্রীগণ জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।


৩। বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার যা গ্রুপের (১) কবিতা আবৃত্তি (বাংলা), (২) চিত্ৰাংকন, (৩) নৃত্য, (৪) গল্প বলা (৫) গান (পল্লীগীতি//লোকগীতি/অন্যান্য), (৬) উপস্থিত বক্তৃতা এবং (7) একক অভিনয়ে প্রথমস্থান এবং '' বিভাগের শ্রেষ্ঠ কাব শিশুগণ (ছাত্র ও ছাত্রী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


৪। প্রতিযোগী শিক্ষার্থীদের জন্য ঢাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে। একজন জন অভিভাবকের আবাসনের ব্যবস্থা করা হবে।

৫। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য সাদা কেডস ও সাদা মোজা জয় করে নিয়ে আসবে। ১৫০০/- টাকার ভাউচার জন্য প্রদান করা সাপেক্ষে ভ্যাট ও ট্যাক্সের অর্থ কর্তনপূর্বক অর্থ পরিশোধ করা হবে।


৬। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগী শিক্ষার্থীগণকে যাতায়াত ভাতা প্রদান করা হবে।


এমতাবস্থায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।


মনীষ চাকমা

পরিচালক (পলিনি এবং অপারেশন বিভাগ)

 E-mail: dirpolicydpe@gmail.com




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.