ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রির জন্য উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক 'ডাটা এন্ট্রি ইউজার কে মনোনয়ন প্রদান ও অনলাইনে সেল্ফ রেজিস্টেশন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা।

Views

 


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রির জন্য উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক 'ডাটা এন্ট্রি ইউজার কে মনোনয়ন প্রদান ও অনলাইনে সেল্ফ রেজিস্টেশন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা।

সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রির জন্য উপজেলা শিক্ষা অফিস ও তার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সর্বোচ্চ তিন (০৩) জন কর্মকর্তা/কর্মচারী 'ডাটা এন্ট্রি ইউজার' হিসেবে মনোনয়ন প্রদান সংক্রান্ত চিঠি (০৮/০৫/২৩)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভিয়েন্ট অব পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেলিভারি এ ইমপ্লিমেন্টেশন অব BACS & IBAS++ স্কিম [রেই দেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (SPFMS) প্রোগ্রাম
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আইইবি (৫ম তলা), রমনা, ঢাকা-১০০০
www.spfms.gov.bd

নং ০৭.০০.০০০০.০০০.৪১.০৩৬.২০.৮৯৮

তারিখ: ০৪ বেশাখ, ১৪৩০ "১৭ এপ্রিল, ২০২৩ বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রির জন্য উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক 'ডাটা এন্ট্রি ইউজার কে মনোনয়ন প্রদান ও অনলাইনে সেল্ফ রেজিস্টেশন সংক্রান্ত। সূত্রঃ অর্থ বিভাগের স্মারক নম্বর-৩৭.০০.০০০০.১০৩.১৮.০০৩.১৯-১০৩৮, তারিখ: ১২ জুন ২০২২ উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকেলা পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকার মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থার আওতাধীন মাঠ পর্যায়ের সকল কার্যালয়, কর্মসূচি, ডিম ও প্রকল্পের ও প্রকল্পের ব্যাংক হিসাবের তথ্যের ডাটাবেইজ প্রস্তুতের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাংক হিসাবের তথ্য সহজে সংগ্রহ করার জন্য অর্থ বিভাগের এসপিএফ এম এস প্রোগ্রামের আওতায় বাস্তবায়নাধীন 'ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডেলিভারী ও ইমপ্লিমেন্টেশন অফ BACS and iBAS++ মি' কর্তৃক Slock Take of Bank Account' সাব-মডিউল উন্নয়ন করা হয়েছে। উক্ত সিস্টেমে উপজেলা শিক্ষা অফিস ও তার আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ কর্মরত সর্বোচ্চ তিন (০৩) জন কর্মকর্তা/কর্মচারী ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি করার জন্য উপজেলা শিক্ষা অফিসার তাঁর কার্যালয়ে (১৬ গ্রেড বা তদুগ্ধ) ডাটা এন্ট্রি ইউজার হিসেবে মনোনয়ন প্রদান করবেন। ডাটা এন্ট্রি ইউজারগণ উক্ত উপজেলায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি দিবেন এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার (ডিও) তা অনুমোদন (Approve) করবেন। মনোনীত ডাটা এন্ট্রি ইউজার' (BAS++ (bas.finance.gov.bd/ibas) ইন স্ক্রিনের নিচে *Register Yourself' অপশন হতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। উল্লেখ্য, যে সকল ইউজার ইতোমধ্যে BAS++ এর ডাটা এন্ট্রি ইউজার রোল হিসাবে (Roia) পেয়েছেন তাঁদের পুনরায় রেজিস্টেশন করার প্রয়োজন নেই। অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন সমস্যা হলে প্রয়োজনে BAS++ হেল্প-ডেস্ক-এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এমতাবস্থায়, IBAS++ এ Slock Take of Bank Account' আর মডিউলের তথ্য এন্ট্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ডাটা এন্ট্রি ইউজারদের রেজিস্ট্রেশন কার্যক্রম সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত

(বিলকিস জাহান রিমি)

প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর

যুগ্মসচিব (ব্যয় ব্যবস্থাপনা-২) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়








No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.