ad

৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যতীত অবশিষ্ট প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ প্রেরণ প্রসংগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। (২১/০৫/২০২৩)

Views

 


৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যতীত অবশিষ্ট প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ প্রেরণ প্রসংগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। (২১/০৫/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) 
রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা) 
৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ 
www.ntrca.gov.bd

স্মারক নম্বর: 37.০5 0000.011. 29.002.22-72

তারিখ: ০৭ জ্যেষ্ঠ,  ১৪৩০ বংগাব্দ

২১ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

বিজ্ঞপ্তি

বিষয়: ৪র্থ গণবিজ্ঞপ্তির আওতায় সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যতিত অবশিষ্ট বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৬ষ্ঠ থেকে ১১তম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল।
L
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনটিআরসিএ কর্তৃক গত ২১ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ তারিখে প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তির আওতায় ৬ষ্ঠ থেকে ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন (সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যতিত) তাদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ নির্ভুল নিয়োগ সুপারিশ নিশ্চিতকরণের লক্ষ্যে যাচাই করা প্রয়োজন। বর্ণিত অবস্থায় উল্লিখিত সনদের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী ২৬ জুন, ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ সরাসরি এনটিআরসিএ'র কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।



২। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষক নিবন্ধনের সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও ছকে চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

স্বাক্ষরিত

(কাজী কামরুল আহছান)
 পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) 
এনটিআরসিএ, ঢাকা। 
ফোন: ০২-৪১030121.






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.