APSC - ২০২৩ এর অনলাইন তথ্য এন্ট্রি ও অনুমোদনের সময়সীমা আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
Views










বিভাগভিত্তিক শুমারি আবেদনের অবস্থা সংক্রান্ত রিপোর্ট - ২০২৩ সংযুক্ত করা হলো।
APSC - ২০২৩ এর অনলাইন তথ্য এন্ট্রি ও অনুমোদনের সময়সীমা আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।












APSC - ২০২৩ এর তথ্য এন্ট্রি ও অনুমোদনের সময়সীমা অনলাইনে ৩০ এপ্রিল পর্যন্ত তারিখ সেট করা ছিল। সে কারণে সময় শেষ হলে সফটওয়্যার অটোমেটিক বন্ধ হবে এটাই স্বাভাবিক। তারিখ রিসিডিউল করা হলে আবার ওপেন হবে, ইনশাল্লাহ।
সুতরাং কর্তৃপক্ষের সদয় সিদ্ধান্তে তারিখ রিসিডিউল করা হলে তথ্য এন্ট্রি ও অনুমোদন করা যাবে, টেনশনের কোনো কারণ নেই।
(সংগৃহীত - এস.এম মামুন অর রশীদ।)
এপিএসসি ২০২৩ অনলাইন তথ্য এন্ট্রি ও অনুমোদনের সময়সীমা ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে। ২০২৩ এর বিভাগভিত্তিক তথ্য সংযুক্ত করা হলো। পরবর্তীতে জেলা ও উপজেলাভিত্তিক তথ্য আপলোড করা হবে ইনশাল্লাহ। অনুগ্রহ করে বিদ্যালয়ের সকল তথ্য সঠিকভাবে এন্ট্রি করার চেস্টা করুন। ভুল হলে পুনরায় সংশোধন করুন। মনে রাখা প্রয়োজন, আপনাদের তথ্যের ভিত্তিতেই জাতীয়ভাবে এপিএসসি-র তথ্য প্রতিবেদন প্রণীত হয়। সুতরাং এপিএসসি-র তথ্যের অনেক গুরুত্ব রয়েছে।
No comments
Your opinion here...