সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের অন্যত্র হতে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃ সিটি কর্পোরেশন বদলির আবেদন অগ্রায়ণ সম্পর্কিত DPE এর নির্দেশনা। (০৬/০৪/২০২৩)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের অন্যত্র হতে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃ সিটি কর্পোরেশন বদলির আবেদন অগ্রায়ণ সম্পর্কিত DPE এর নির্দেশনা। (০৬/০৪/২০২৩)
স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০০৩.২৩.৩৩২
তারিখ: ০৬ এপ্রিল ২০২৩
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী /প্রধান শিক্ষকগণের অন্যত্র হতে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্ত: সিটি কর্পোরেশন বদলির আবেদন অগ্রায়ন সম্পর্কিত।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/ প্রধান শিক্ষকগণের অন্যত্র হতে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্ত: সিটি কর্পোরেশন বদলির কার্যক্রম চলমান রয়েছে। বদলি নির্দেশিকার অনুচ্ছেদ ৩.৮ অনুযায়ী "উপজেলার মোট পদে সর্বাধিক ১০% পদে সংশ্লিষ্ট উপজেলার বাইরে থেকে উপযুক্ত শিক্ষক পদশূন্য সাপেক্ষে বদলি করা যাবে"। এছাড়া অনুচ্ছেদ ৩.৯ অনুযায়ী চাকরি লাভের পূর্বে এবং চাকরি লাভের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন শিক্ষক স্বামী/ স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক হলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে বদলি করা যাবে। এ ধরনের বদলির ক্ষেত্রে বিবাহের সময় স্বামী/ স্ত্রীর যে স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে ওই ঠিকানায় বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ ৩.৮ এর বর্ণিত ১০% পূরণের শর্তটি প্রযোজ্য হবে না। এরূপ বদলির ক্ষেত্রে স্বামী/ স্ত্রীর স্থায়ী ঠিকানা স্বপক্ষে বিয়ের কাবিননামা/ প্রত্যায়ন পত্র, সংশ্লিষ্ট পৌর মেয়র /ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়ন পত্র স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল, খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর পরিষদের রশিদ সহ আবেদন করতে হবে। তবে এ সুযোগ তারা সমগ্র চাকরি কালে সর্বোচ্চ একবার গ্রহণ করতে পারবেন। তবে চাকুরীর বিজ্ঞপ্তির পূর্বে বিবাহ হয়ে থাকলে শিক্ষক স্বামী/ স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলির ক্ষেত্রে ১০% কোটা পূরণের শর্তের আওতায় আসবেন।
২। উপর্যুক্ত অনুচ্ছেদ বর্ণিত বিষয় নিশ্চিত করে শিক্ষকগণের বদলির আবেদন অগ্রায়ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
নাসরিন সুলতানা সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)
No comments
Your opinion here...