ad

অনলাইন বদলির সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষক গণের বদলীকৃত বিদ্যালয় যোগদান সম্পর্কিত DPE এর নির্দেশনা। (১০/০৪/২০২৩)

Views

 



অনলাইন বদলির সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষক গণের বদলীকৃত বিদ্যালয় যোগদান সম্পর্কিত DPE এর নির্দেশনা। (১০/০৪/২০২৩)


অনলাইন বদলি সফটওয়্যারের মাধ্যমে বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্ভব না হলে বিকল্প বিদ্যালয়ের নামের প্রস্তাব প্রেরণ সম্পর্কিত DPE এর নির্দেশনা। (১০/০৪/২৩)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd



স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০০৩.২৩.-৩৪০ তারিখ : ১০ এপ্রিল ২০২৩

বিষয়: অনলাইন বদলির সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষক গণের বদলীকৃত বিদ্যালয় যোগদান সম্পর্কিত।

উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/ প্রধান শিক্ষকগণের অনলাইন বদলি সফটওয়্যার এর মাধ্যমে বদলি কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় জারিকৃত বদলির আদেশে যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষক গণের বদলীকৃত বিদ্যালয়ে মামলা জনিত কারণে/পদশূন্য না থাকার কারণে/ নবসৃষ্ট পদে বদলিজনিত কারণে যোগদান করতে পারছেন না এরুপ শিক্ষকগণের তথ্য এবং উক্ত শিক্ষকের বদলিকৃত বিদ্যালয়ের পরিবর্তে বিকল্প শূন্য পদ বিশিষ্ট বিদ্যালয়ের নামের প্রস্তাব ( তার আওতাধীন জেলার তথ্য জেলা ভিত্তিক সমন্বিত করে) আগামী ১৩/০৪/ ২০২৩ তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত নাসরিন সুলতানা

সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.