অনলাইন বদলি সফটওয়ারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত বিভাগীয় উপপরিচালক, রংপুর মহোদয়ের নির্দেশনা। (১১/০৪/২০২৩)
অনলাইন বদলি সফটওয়ারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত বিভাগীয় উপপরিচালক, রংপুর মহোদয়ের নির্দেশনা। (১১/০৪/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় উপপরিচালকের কার্যালয়
প্রাথমিক শিক্ষা
রংপুর বিভাগ, রংপুর।
স্মারক নং: ডিডি/প্রাই/রবিরং/৫৬০/৮/(৫৯)
তারিখ: ১১/০৪/২০২৩
বিষয়: অনলাইন বদলি সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/ প্রধান শিক্ষক গণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত।
সুত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্ত স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০০৩.২৩.৩৪০ তারিখ: ১০/০৪/২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/ প্রধান শিক্ষকগণের অনলাইন বদলি সফটওয়্যার এর মাধ্যমে জারিকৃত বদলির আদেশে যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/ প্রধান শিক্ষক গণের বদলি কৃত বিদ্যালয়ে মামলা জনিত কারণে/ পদ শূন্য না থাকার কারণে/ নব সৃষ্ট পদে বদলিজনিত কারণে যোগদান করতে পারছেন না এরূপ শিক্ষকগণের তথ্য এবং উক্ত শিক্ষকের বদলি কৃত বিদ্যালয়ের পরিবর্তে বিকল্প শূন্য পদ বিশিষ্ট বিদ্যালয়ের নামের প্রস্তাব উপজেলা ভিত্তিক সমন্বিত করে নির্ধারিত ছকে আগামী ১২/৪/২০২৩ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারী দপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ মুজাহিদুল ইসলাম
বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত)
প্রাথমিক শিক্ষা
রংপুর বিভাগ, রংপুর।
ফোন নং: ০২৫৮৯৯৬৪৯৪৪
No comments
Your opinion here...