Views
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত ভুমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি (১২/০৪/২০২৩)
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা ১৪৩০ সনের পহেলা বৈশাখ হতে সকল ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায় করা হবে। অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমে নিবন্ধিত ও অনুমোদিত একাউন্টে লগইন করে ভুমি মালিকগণ ঘরে বসেই অনলাইন পেমেন্ট গেটওয়ে(বিকাশ/ নগদ/ উপায়/ রকেট) ব্যবহার করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে QR কোড যুক্ত দাখিলা সংগ্রহ করতে পারবেন। জনস্বার্থে বিজ্ঞপ্তি প্রচার করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভূমি মন্ত্রণালয়
মাননীয় মন্ত্রীr দপ্তর
বাংলাদেশ সচিবালার ঢাকা
www.minland.gov.bd
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি।
এতদ্বারা সম্মানিত ভুমি মালিকগণকে অবহিত করা যাচ্ছে যে, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে অধিকতার জনবান্ধব করার লক্ষ্যে আগামী ১লা পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ হতে ভূমি উন্নয়ন কর অনলাইনে তথা মোবাইল পেমেন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২। ভূমি উন্নয়ন কর আদায়ের সেবা ক্যসশলেস হিসেবে পূর্ণাঙ্গভাবে ডিজিটাল রূপে বাস্তবায়নে সকল ভূমি মালিককে (ব্যক্তি ও সংস্থা সমূহ) যথাসময়ে ও নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য অনুরোধ করা যাচ্ছে।
৩। ভূমি মালিক হিসেবে ভূমি উন্নয়ন কর পরিশোধে land.gov.bd ওয়েব পোর্টালের নাগরিক নিবন্ধন পূর্বক ভূমি উন্নয়ন কর পরিশোধ করে অনলাইনে দাখিলা সংগ্রহ করুন।
৪। বিস্তারিত জানতে ১৬১২২ নম্বরে কল করুন বিদেশ থেকে +৮৮৯৬১২৩১৬১২২ অথবা সরাসরি মেসেজ পাঠান www.facebook.com/land.gov.bd ফেসবুক পেজে।
স্বাক্ষরিত
সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আল নাহিয়ান জনসংযোগ কর্মকর্তা
ভূমি মন্ত্রণালয়
ফোন: +৮৮২৫৫১০০৪৭৪
ইমেইলঃ pro@minland.gov.bd
No comments
Your opinion here...