ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যার এর পরিবর্তে PEMIS সফটওয়্যারে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি এন্ট্রি সংক্রান্ত DPE এর প্রশিক্ষণ বিভাগের নির্দেশনা। (০৮/০২/২০২৩)
ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যার এর পরিবর্তে PEMIS সফটওয়্যারে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি এন্ট্রি সংক্রান্ত DPE এর প্রশিক্ষণ বিভাগের নির্দেশনা। (০৮/০২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রশিক্ষণ বিভাগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
www.dpe.gov.bd
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৬০০.১৬.০০২.২৩.১৭
তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০২৩
বিষয়: ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যার এর পরিবর্তে PEMIS সফটওয়্যারে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি এন্ট্রিপ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর মধ্যে যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার সিস্টেম Primary Education Management Information System বা PEMIS সফটওয়্যারটি প্রস্তুত করা হয়েছে। PEMIS সিস্টেমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি এন্ট্রি করতে হবে। সহসাই প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকলকে PEMIS সফটওয়্যার এর লগইনের জন্য আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড সরবরাহ করা হবে।
২) বর্ণিত অবস্থায়, PEMIS আইডি পাওয়ার পর সকল উপজেলা থানা শিক্ষা অফিসার ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর সহ সংশ্লিষ্ট সকলকে ট্রেনিং ট্র্যাকিং সফটওয়ারে পরিবর্তে PEMIS সফটওয়্যারে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি এন্ট্রি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
ড. উত্তম কুমার দাস
পরিচালক
ফ্যাক্স: ০২- ৯০৩৮১২২
No comments
Your opinion here...