ad

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২' এবং 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২' উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা আহবান সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৬/০৩/২০২৩)

Views

 

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২' এবং 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২' উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা আহবান সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৬/০৩/২০২৩)



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন -২, মিরপুর ঢাকা ১২১৬

www.dpe.gov.bd 

স্মারক : ৩৮.০১. ০০০০.২৩.১৬.২০.২৩

                                                                                                                     তারিখ ৬-৩-২০২৩ খ্রিস্টাব্দ

বিষয় :বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এবং বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা আহ্বান। 

বঙ্গবন্ধু গোল্ডকা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ সুষ্ঠু ও সফলভাবে উদযাপন উপলক্ষে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিতব্য স্মরণিকার জন্য প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ও সৃজনশীল এক বা একাধিক লেখা (কবিতা, ছড়া, প্রবন্ধ, নিবন্ধ ছোটগল্প) সংগ্রহ করার লক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা রিসোর্স সেন্টার ও পিটিআইয়ের কর্মকর্তা কর্মচারী, বিভাগীয় কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সংশ্লিষ্ট সকলের নিকট থেকে লেখা আহবান করা যাচ্ছে এবং পিটিআইয়ের ইন্সট্রাক্টর বৃন্দের (চারু ও কারুকলা) নিকট হতে স্মরণিকার প্রচ্ছদ এর ডিজাইন আহ্বান করা যাচ্ছে। প্রেরিতব্য ছড়া, কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ লেখকের নাম, পদবী, মোবাইল নম্বর, ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ (স্টেপলারবিহীন) আগামী ০৯ মার্চ ২০২৩ তারিখের মধ্যে মোহাম্মদ ফজলে এলাহী গবেষণা কর্মকর্তা, ডকুমেন্টেশন সেন্টার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর হার্ডকপি( ডাকযোগে) এবং সফট কপি Sutonni MJ Font  নিম্নলিখিত দুটি ইমেল আইডিতে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

adlscyba@mopme.gov.bd

elahidpe@gmail.com

স্বাক্ষরিত                

 মোঃ মোশাররফ হোসেন 

অতিরিক্ত সচিব(বাজেট ও অডিট)

 ও সভাপতি স্মরণিকা  ও ক্রোড়পত্র উপকমিটি।


 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.