বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩ উদযাপন বিষয়ক পরিপত্র। (০১/০৩/২০২৩)
বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দপ্তর
৬০, আঞ্জুমান মফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০
+৮৮০২৯৩৩৩৬৫১, +৮৮০২৯৩৪২২২৬
www.scouts.gov.bd
পত্র নং: বা:স্কা: (স্পেশাল ইভেন্টস)/ ২২৭১(৯৭৮) /২০২৩
তারিখঃ ১ মার্চ ২০২৩
পরিপত্র
বিষয়: বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩ উদযাপন।
বাংলাদেশ স্কাউটস বাংলাদেশের জাতীয় স্কাউট সংগঠন। এ ভূখণ্ডে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯১৪ সালে তৎকালীন স্কাউট এসোসিয়েশনের ব্রিটিশ ভারতীয় শাখার অংশ হিসেবে। পরবর্তীতে ইস্ট বেঙ্গল স্কাউট এসোসিয়েশনের অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত এ ভূখণ্ডে স্কাউটিং কার্যক্রম চালু ছিল। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের এপ্রিল মাসে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বয় স্কাউট অ্যাসোসিয়েশন করা হয়। পরবর্তীতে ১৯৭২ সালের ৮- ৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। ওই বছরের ৯ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে।
২।বিশ্ব স্কাউট সংস্থা (WOSM) ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৮ সালের ১৮ই জুন জাতীয় কাউন্সিলের পঞ্চম সভায় পুনরায় এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। স্কাউটিং এ মেয়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার লক্ষ্যে ১৯৯৪ সালের ২৪ শে মার্চ তারিখে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের ২১ তম বার্ষিক ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের গার্ল ইন স্কাউটিং চালু করা হয়।
৩। ৩ অক্টোবর ২০২০ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটের সূচনা দিবস হিসেবে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই প্রেক্ষিতে ৮ এপ্রিল ২০২৩ শনিবার (২৫ চৈত্র ১৪২৯; ১৬ রমজান ১৪৪৪) দ্বিতীয় বারের মতো দেশব্যাপী উদযাপিত হবে বাংলাদেশ স্কাউট দিবস। বাংলাদেশ স্কাউট দিবস ২০২৩ এর থিম নির্ধারণ করা হয়েছে "স্কাউটিং করব স্মার্ট বাংলাদেশ গড়বো"। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বাংলাদেশ স্কাউটস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
৪। আগামী ৮ এপ্রিল ২০২৩ শনিবার বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউটরা স্কাউট আইন ও প্রতিকার যথাযথ অনুসরণে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশ স্কাউটস এর ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানবে এবং অন্যকে স্কাউট আন্দোলনের সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে। দেশব্যাপী বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন সম্পর্কীয় কর্মসূচি সংযোজনী ক ও খ সংযুক্ত করা হলো।
৫। বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন এবং বাস্তবায়ন শেষে বিস্তারিত সচিত্র প্রতিবেদন (সফট কপিসহ) আগামী ১৮ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে জাতীয় সদর দপ্তরে প্রেরন এর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এছাড়াও বাস্তবায়িত কার্যক্রম সমূহের স্থিরচিত্র বাংলাদেশ স্কাউটসের ফেসবুক পেজ (facebook.com/bdscouts) এ আপলোড করার জন্য অনুরোধ করা হলো।
৬। সকল কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিধি সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।
স্বাক্ষরিত
উনু চিং
নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
বাংলাদেশ স্কাউটস।
No comments
Your opinion here...