ad

দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল আইবাস সফ্টওয়্যারে দাখিল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা। (০১/০৩/২০২৩)

Views

 

দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল আইবাস সফ্টওয়্যারে দাখিল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা। (০১/০৩/২০২৩)





Instructions of the Ministry of Finance regarding submission of Daily Allowance, Traveling Allowance and Transferred Traveling Allowance Bills in ibus software. (01/02/2023)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

প্রবিধি অনু বিভাগ

প্রবিধি-৩ অধিসাখা

website: www.mof.gov.bd 

নং ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০০৭.১৫ (অংশ-২)২৫

তারিখ : ০১/০৩/২০২৩

বিষয় দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলি জনিত ভ্রমণ ভাতা বিল দাখিল করণ। 

অপরিচিত বিশ্বে অর্থ বিভাগের ১৪/ ৭ /২০২২ খ্রিস্টাব্দ তারিখের ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০০৭.১৫ (অংশ-২) ৭৮ নং প্রজ্ঞাপনমুলে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা পুনঃনির্ধারণ করা হয়, যা  ০১/১০/২০২২  তারিখ হতে কার্যকর হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে আলোকে ০১-১০ ২০২২ খ্রিস্টাব্দ হতে ২৮/২/২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সরকারি অফিসে  iBAS++ এর  মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলি জনিত ভ্রমণ ভাতা বিল দাখিলের  পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে বিধায় সকল সরকারি অফিসে iBAS++ এর  মাধ্যমে  অনলাইনে দৈনিক ভাতা।,ভ্রমণ ভাতা এবং বদলি জনিত ভ্রমণ ভাতা বিল দাখিল করার নিমিত্ত নির্দেশক্রমে নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো:

১) ১-৩ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ হতে সকল সরকারি অফিসে iBAS++ এর  মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা বিল তাখিল করতে হবে। 

২) ভ্রমণের দূরত্ব অর্থবিবাহের ওয়েবসাইট  (www.mof.gov.) এবং iBAS++ এর ওয়েবসাইট (ibas.finance.giv.bd/ibas2) এর প্রদত্ত দ্রুত চার্ট (Distance Matrix) অনুসরণ করে নির্ধারণ করতে হবে। 

৩) পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত অনলাইনে বিল দাখিলের  পাশাপাশি বিলের একটি প্রিন্ট কপি  স্বাক্ষর করে আনুষাঙ্গিক কাগজপত্র সহ সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করতে হবে এবং এবং

৪) বিমান ভ্রমণের প্রাধিকার প্রাপ্ত কর্মচারীগণকে  বিমানে ভ্রমণের প্রমাণক হিসেবে আবশ্যিকভাবে বোর্ডিং পাস আপলোড করতে হবে এবং বিলের প্রিন্ট কপির সাথে বোর্ডিং পাসের মূল কপি জমা প্রদান করতে হবে 

   

স্বাক্ষরিত          

   মোঃ মনিরুজ্জামান 

উপসচিব        

অর্থ বিভাগ     

   অর্থ মন্ত্রণালয়। 

    





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.