উপবৃত্তি শ্রেণি হালনাগাদ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। {০২/০৩/২০২৩)
উপবৃত্তি শ্রেণি হালনাগাদ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। {০২/০৩/২০২৩)
Urgent notification regarding update of stipend categories.
উপবৃত্তি শ্রেণী হালনাগাদ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এর পেন্ডিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পুনরায় ০৫.০৩.২০২৩ তারিখ পর্যন্ত PESP MIS সফটওয়্যার এর শ্রেণী হালনাগাদ, ট্রান্সফার, মোবাইল একাউন্ট ও শিক্ষার্থীর তথ্য সংশোধন অপশন উন্মুক্ত থাকবে। বর্ণিত সময়ের মধ্যে শ্রেণী হালনাগাদ সহ পেন্ডিং কার্যাদি যাতে আবশ্যিকভাবে সম্পন্নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উক্ত সময়ে পুনরায় শ্রেণী হালনাগাদ ও অনুমোদন করার জন্য প্রধান শিক্ষকের আইডিতে (আবেদনের) প্রেক্ষিতে ফেরৎকৃত ডাটার পেন্ডিং কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০২২ শিক্ষাবর্ষে হালনাগাদ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা না হলে উপবৃত্তি থেকে বঞ্চিত হবে।
তবে ২০২২ শিক্ষা বর্ষে নতুন এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করা যাবে না এবং উক্ত তথ্য হালনাগাদ পেন্ডিং থাকবে।
উল্লেখ্য আগামী ৫/৩/২৩ তারিখের পরে ২০২১ ২২ অর্থবছরের শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদের কোন সুযোগ থাকবে না।
বিশেষ দ্রষ্টব্য ২০২১-২২ অর্থবছরের জানুয়ার- জুন ২০২২ সময়ের যে সকল শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত ও যাচাই-বাছাই এবং অনুমোদন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি সে সকল পেন্ডিং কার্যক্রম সম্পূর্ন জন্য আগামী ০৬/০৩/২০২৩ তারিখ থেকে PESP MIS সফটওয়্যারে চাহিদা অপশন উন্মুক্ত করা হবে।
উপবৃত্তি বিভাগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...