Views
জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত DPE এর চিঠি। (০৬/০২/২০২৩) DPE's letter regarding taking necessary measures to participate in online training course on Extension of National Curriculum 2021 (Primary Level). (06/02/2023)
সম্মানিত স্যার/ ম্যাডাম,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর উদ্যোগে “জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ” কোর্সটি আগামীকাল (৭ ফেব্রুয়ারি ২০২৩) থেকে মুক্তপাঠ প্ল্যাটফর্মে শুরু হতে যাচ্ছে (পরিপত্র সংযুক্ত)।
কোর্সে যুক্ত হওয়ার জন্য শিক্ষক আইডি (পিন নম্বর) ও জন্মতারিখ ভেরিফাই করতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শুরু হচ্ছে অনলাইন প্রশিক্ষণ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর উদ্যোগে 'জাতীয়
শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ' কোর্সটি ৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ই-লার্নিং প্ল্যাটফর্ম dpe.muktopaath.gov.bd -তে শুরু হতে যাচ্ছে।
কোর্সের হোম পেইজে প্রবেশ করার পর ‘শুরু করুন’ বাটনে ক্লিক করলে ‘শিক্ষক তথ্য যাচাই’ সম্পন্ন করার জন্য একটি পপ-আপ পাওয়া যাবে। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রদত্ত শিক্ষক আইডি (পিন নম্বর) ও জন্মতারিখ প্রদান করলে সিস্টেমে ‘শিক্ষক তথ্য যাচাই’ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রদত্ত পরিপত্র ও কোর্স সংক্রান্ত গাইড লাইনটি দেখুন।
কোর্সের লিঙ্কঃ https://muktopaath.gov.bd/course-details-preview/948/1923056399?fbclid=IwAR3udwbJjHIk1c9JoORd_jVXHVMdOIrlK6qPuZ5VYom6K7phnfNcqIz0uqA
https://muktopaath.gov.bd/course-details-preview/948/1923056399?fbclid=IwAR3udwbJjHIk1c9JoORd_jVXHVMdOIrlK6qPuZ5VYom6K7phnfNcqIz0uqA
কোর্স খুঁজে পেতে ভিজিট করুন: https://dpe.muktopaath.gov.bd
PDF Download
No comments
Your opinion here...