জন্ম নিবন্ধনের বয়স সংশোধন ব্যতীত অন্যান্য ভুল এখন থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয় হতেই সংশোধন করা যাবে মর্মে রেজিস্টার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ এর জারীকৃত চিঠি (২২/০২/২৩)
জন্ম নিবন্ধনের বয়স সংশোধন ব্যতীত অন্যান্য ভুল এখন থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয় হতেই সংশোধন করা যাবে মর্মে রেজিস্টার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ এর জারীকৃত চিঠি (২২/০২/২৩)
A letter issued by the Office of the Registrar General, Registration of Births and Deaths, Local Government Department (22/02/23) to the effect that errors other than age correction in birth registration can be corrected from the concerned Union Parishad/Municipal Office.
BDRIS সফটওয়্যার এর জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যক্তির নাম ঠিকানা ইত্যাদির সংক্ষিপ্ত ভুল সংশোধন প্রসঙ্গে রেজিস্টার জেনারেল কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা। ( ২২/০২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রেজিস্টার জেনারেল কার্যালয়
জন্ম ও মৃত্যু নিবন্ধন
স্থানীয় সরকার বিভাগ
www.ogbdr.gov.bd
স্মারক নং: ৪৬.০৪.০০০০.১০৩.৪০.০৮০.২২.২৭৮(১)
তারিখ: 22 ফেব্রুয়ারি ২০২৩
বিষয় : BDRIS সফটওয়্যার এ জন্ম ও মৃত্যু নিবন্ধনে ব্যক্তির নাম ঠিকানা ইত্যাদি সংক্ষিপ্ত ভুল সংশোধন।
সূত্র: স্থানীয় সরকার বিভাগের ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে স্মারক নম্বর: ৪৬.০০.০০০০.০১৮.১৮.০০১.১৯.৪০
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান BDRIS সফটওয়্যারে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা সন্তানের ক্রম ও অন্যান্য ছোটখাটো ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা সিটি কর্পোরেশনের কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এর ক্ষেত্রে ডিডিএলজি এর মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময় সাপেক্ষ ও জন ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে ব্যক্তির নাম ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধনে জনগণ যাতে জন ভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এ সকল ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে।
০২। এমতাবস্থায়, তার অধীন নিবন্ধন কার্যালয় সমূহকে এই নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হলো।
No comments
Please do not enter any spam link in the comment box.