জন্ম নিবন্ধনের বয়স সংশোধন ব্যতীত অন্যান্য ভুল এখন থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয় হতেই সংশোধন করা যাবে মর্মে রেজিস্টার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ এর জারীকৃত চিঠি (২২/০২/২৩)
জন্ম নিবন্ধনের বয়স সংশোধন ব্যতীত অন্যান্য ভুল এখন থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয় হতেই সংশোধন করা যাবে মর্মে রেজিস্টার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ এর জারীকৃত চিঠি (২২/০২/২৩)
A letter issued by the Office of the Registrar General, Registration of Births and Deaths, Local Government Department (22/02/23) to the effect that errors other than age correction in birth registration can be corrected from the concerned Union Parishad/Municipal Office.
BDRIS সফটওয়্যার এর জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যক্তির নাম ঠিকানা ইত্যাদির সংক্ষিপ্ত ভুল সংশোধন প্রসঙ্গে রেজিস্টার জেনারেল কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা। ( ২২/০২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রেজিস্টার জেনারেল কার্যালয়
জন্ম ও মৃত্যু নিবন্ধন
স্থানীয় সরকার বিভাগ
www.ogbdr.gov.bd
স্মারক নং: ৪৬.০৪.০০০০.১০৩.৪০.০৮০.২২.২৭৮(১)
তারিখ: 22 ফেব্রুয়ারি ২০২৩
বিষয় : BDRIS সফটওয়্যার এ জন্ম ও মৃত্যু নিবন্ধনে ব্যক্তির নাম ঠিকানা ইত্যাদি সংক্ষিপ্ত ভুল সংশোধন।
সূত্র: স্থানীয় সরকার বিভাগের ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে স্মারক নম্বর: ৪৬.০০.০০০০.০১৮.১৮.০০১.১৯.৪০
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান BDRIS  সফটওয়্যারে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা সন্তানের ক্রম ও অন্যান্য ছোটখাটো ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা সিটি কর্পোরেশনের কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এর ক্ষেত্রে ডিডিএলজি এর মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময় সাপেক্ষ ও জন ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে ব্যক্তির নাম ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধনে জনগণ যাতে জন ভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এ সকল ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে। 
০২। এমতাবস্থায়, তার অধীন নিবন্ধন কার্যালয় সমূহকে এই নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হলো। 


 
 
 
 
 
 
 
 
%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%20%E0%A6%86%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%85%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A5%A4.jpg) 
 
 

 
 
 .png) 
 
No comments
Your opinion here...