স্কুল ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ তৈরিকরণ সংক্রান্ত সহায়িকা।
Views
স্কুল ক্যাচমেন্ট এলাকার ম্যাপ তৈরী সহায়িকা...........
ক্যাচমেন্ট এলাকা কী?
ধাপ–১ : প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত
বিদ্যালয়ের নাম ও EIIN নম্বর
বিদ্যালয়ের পূর্ণ ঠিকানা
আশপাশের গ্রাম/মহল্লা/ওয়ার্ডের নাম
ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন তথ্য
রাস্তা, নদী, খাল, বাজার, মসজিদ, স্কুল ইত্যাদির অবস্থান
ধাপ–২ : ম্যাপের ধরন নির্বাচন
ক. হাতে আঁকা ম্যাপ
খ. ডিজিটাল ম্যাপ (সহজ পদ্ধতি)
ধাপ–৩ : সীমানা নির্ধারণ
সীমানা স্পষ্ট ও বাস্তবসম্মত হতে হবে।
ধাপ–৪ : তথ্য সংযোজন
ধাপ–৫ : যাচাই ও অনুমোদন
সহকারী শিক্ষকগণের সাথে আলোচনা
প্রধান শিক্ষকের স্বাক্ষর
প্রয়োজনে এসএমসি/ইউআরসি/এটিইও বরাবর উপস্থাপন
গুরুত্বপূর্ণ টিপস
ম্যাপ যেন সহজবোধ্য হয়
অপ্রয়োজনীয় তথ্য এড়িয়ে চলুন
পরিষ্কার হাতের লেখা/স্পষ্ট লেবেল ব্যবহার করুন
অফিসিয়াল কাজে কালো–নীল কালি ব্যবহার করুন
PDF download
স্কুল ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ তৈরিকরণ সংক্রান্ত সহায়িকা।
বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকা বলতে বিদ্যালয় কেন্দ্র করে নির্ধারিত সেই ভৌগোলিক অঞ্চলকে বোঝায়, যেখান থেকে সাধারণত শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হয়।
আপনি নিচের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন—
সাদা কাগজে মাঝখানে বিদ্যালয়ের অবস্থান চিহ্নিত করুন
চারদিকে উত্তর–দক্ষিণ–পূর্ব–পশ্চিম দিক লিখুন
আশপাশের গ্রাম/রাস্তা/প্রাকৃতিক সীমা দেখান
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা ঘিরে রঙিন দাগ বা বর্ডার দিন
Google Map ব্যবহার করে বিদ্যালয়ের লোকেশন খুঁজুন
স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করুন
প্রিন্টকৃত ম্যাপে কলম দিয়ে ক্যাচমেন্ট এলাকা চিহ্নিত করুন
ক্যাচমেন্ট এলাকার সীমানা নির্ধারণ করতে হবে—
পূর্বে : কোন গ্রাম/রাস্তা পর্যন্ত
পশ্চিমে : কোন নদী/বাজার পর্যন্ত
উত্তরে : কোন শিক্ষা প্রতিষ্ঠান/এলাকা
দক্ষিণে : কোন ওয়ার্ড/গ্রাম পর্যন্ত
ম্যাপে অবশ্যই উল্লেখ থাকবে—
বিদ্যালয়ের নাম
ক্যাচমেন্ট এলাকার নাম
দিকনির্দেশনা (North sign ↑)
প্রণয়নকারীর নাম ও পদবি
তারিখ ও শিক্ষাবর্ষ
PDF download


















No comments
Your opinion here...