ad

স্কুল ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ তৈরিকরণ সংক্রান্ত সহায়িকা।

Views

 




স্কুল ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ তৈরিকরণ সংক্রান্ত সহায়িকা।

🗺️ স্কুল ক্যাচমেন্ট এলাকার ম্যাপ তৈরী সহায়িকা...........
📌 ক্যাচমেন্ট এলাকা কী?
বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকা বলতে বিদ্যালয় কেন্দ্র করে নির্ধারিত সেই ভৌগোলিক অঞ্চলকে বোঝায়, যেখান থেকে সাধারণত শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হয়।
🔹 ধাপ–১ : প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত
✔️ বিদ্যালয়ের নাম ও EIIN নম্বর
✔️ বিদ্যালয়ের পূর্ণ ঠিকানা
✔️ আশপাশের গ্রাম/মহল্লা/ওয়ার্ডের নাম
✔️ ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন তথ্য
✔️ রাস্তা, নদী, খাল, বাজার, মসজিদ, স্কুল ইত্যাদির অবস্থান
🔹 ধাপ–২ : ম্যাপের ধরন নির্বাচন
আপনি নিচের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন—
✅ ক. হাতে আঁকা ম্যাপ
সাদা কাগজে মাঝখানে বিদ্যালয়ের অবস্থান চিহ্নিত করুন
চারদিকে উত্তর–দক্ষিণ–পূর্ব–পশ্চিম দিক লিখুন
আশপাশের গ্রাম/রাস্তা/প্রাকৃতিক সীমা দেখান
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা ঘিরে রঙিন দাগ বা বর্ডার দিন
✅ খ. ডিজিটাল ম্যাপ (সহজ পদ্ধতি)
Google Map ব্যবহার করে বিদ্যালয়ের লোকেশন খুঁজুন
স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করুন
প্রিন্টকৃত ম্যাপে কলম দিয়ে ক্যাচমেন্ট এলাকা চিহ্নিত করুন
🔹 ধাপ–৩ : সীমানা নির্ধারণ
ক্যাচমেন্ট এলাকার সীমানা নির্ধারণ করতে হবে—
পূর্বে : কোন গ্রাম/রাস্তা পর্যন্ত
পশ্চিমে : কোন নদী/বাজার পর্যন্ত
উত্তরে : কোন শিক্ষা প্রতিষ্ঠান/এলাকা
দক্ষিণে : কোন ওয়ার্ড/গ্রাম পর্যন্ত
👉 সীমানা স্পষ্ট ও বাস্তবসম্মত হতে হবে।
🔹 ধাপ–৪ : তথ্য সংযোজন
ম্যাপে অবশ্যই উল্লেখ থাকবে—
বিদ্যালয়ের নাম
ক্যাচমেন্ট এলাকার নাম
দিকনির্দেশনা (North sign ↑)
প্রণয়নকারীর নাম ও পদবি
তারিখ ও শিক্ষাবর্ষ
🔹 ধাপ–৫ : যাচাই ও অনুমোদন
✔️ সহকারী শিক্ষকগণের সাথে আলোচনা
✔️ প্রধান শিক্ষকের স্বাক্ষর
✔️ প্রয়োজনে এসএমসি/ইউআরসি/এটিইও বরাবর উপস্থাপন
📝 গুরুত্বপূর্ণ টিপস

✔️ ম্যাপ যেন সহজবোধ্য হয়
✔️ অপ্রয়োজনীয় তথ্য এড়িয়ে চলুন
✔️ পরিষ্কার হাতের লেখা/স্পষ্ট লেবেল ব্যবহার করুন
✔️ অফিসিয়াল কাজে কালো–নীল কালি ব্যবহার করুন

















PDF download


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.