বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের জন্য শিক্ষক মনোনয়ন প্রসঙ্গে DPE এর প্রশিক্ষণ বিভাগের চিঠি। (০৯/০১/২০২৩) ।Letter from Training Department of DPE regarding Teacher Nomination for Bengali Subject Master Trainer Training. (09/01/2023).
বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের জন্য শিক্ষক মনোনয়ন প্রসঙ্গে DPE এর প্রশিক্ষণ বিভাগের চিঠি। (০৯/০১/২০২৩) ।
Letter from Training Department of DPE regarding Teacher Nomination for Bengali Subject Master Trainer Training. (09/01/2023).
যোগ্যতা/শর্ত
ক) অনার্স/অনার্সসহ মাস্টার্স/মাস্টার্স(বাংলা ডিগ্রীধারীকে অগ্রাধিকার প্রদানের ভিত্তিতে)
খ) প্রমিত উচ্চারণে কথা বলতে পারা যোগ্যতাসম্পন্ন
গ) বয়স অনুর্ধ ৪৫ বছর।
ঘ) বাংলা বিষয়ে পাঠদানে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
ঙ) বাংলা বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে)
চ) বাংলা বিষয়ে বিশেষ কোনো যোগ্যতা (যদি থাকেঃ গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস লেখা, আবৃতি করা, পত্রিকা সম্পাদনা করা, উপস্থাপনা ইত্যাদি)
Eligibility/Conditions
a) Masters/Masters with Honours/Honours (on the basis of preference to Bengali degree holders)
b) Competent in speaking with standard accent
c) Age below 45 years.
d) At least 05 years experience in teaching Bengali subject.
e) Experience of working as a Master Trainer in Bengali subject (if any).
f) Any special qualification in Bengali subject (if any: story, poem, essay, novel writing, cover, magazine editing, presentation etc.)
No comments
Your opinion here...