ad

অনলাইন শিক্ষক বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটঃ

Views

 

অনলাইন শিক্ষক বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটঃ


--------------------Important Updates Regarding Online Teacher Transfer:----------

(শরিফুল ইসলাম স্যার, শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর)

গত ২৯ জুন ২০২২ অনলাইন শিক্ষক বদলি কালিয়াকৈর, গাজীপুর এ পাইলটিং করা হয়েছিল। পাইলটিং কার্যক্রমটি সফল হওয়ায় বর্তমানে সারাদেশে অনলাইন শিক্ষক বদলি (প্রথম রাউন্ড) চালু করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় রাউন্ড চলমান আছে।


যেহেতু শিক্ষক নিয়োগ কার্যক্রম প্রায় শেষের দিকে, ইতোমধ্যে নিয়োগ পত্র ছাড় করা হয়েছে, শীঘ্রই শিক্ষক পদায়ন করা হবে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আন্ত: উপজেলা/থানা, আন্ত:জেলা এবং আন্ত:বিভাগ বদলি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। কারণ আন্ত: উপজেলা/থানা, আন্ত:জেলা এবং আন্ত:বিভাগ বদলি কার্যক্রম চালু হলে পদায়নের জন্য অপেক্ষমান শিক্ষকের জন্য সংরক্ষিত পদসংখ্যায় হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে যা শিক্ষক পদায়নে বিঘ্নতা সৃষ্টি করবে। তাই বর্তমানে শুধুমাত্র উপজেলা/থানার অভ্যন্তরে বদলি কার্যক্রম চালু করা হয়েছে। 


প্রথম রাউন্ডে সারাদেশে অন্ত: উপজেলা/থানা বদলির আবেদনের সময়সীমা ছিলো ১৫ সেপ্টেম্বর ২২ থেকে ০৬ অক্টোবর ২০২২। মোট ২১০৭৮ জন সহকারী শিক্ষক এবং ৪১৭১ জন প্রধান শিক্ষক আবেদন করেন। সিস্টেম দ্বারা মনোনীত সর্বমোট সহকারী শিক্ষক ৮,০০৪ জন যেখানে প্রতিস্থাপক ছাড়া ৭১৪৭ জন এবং প্রতিস্থাপক সাপেক্ষে ৮৫৭ জন। 

আবেদনকারী অনেক প্রধান শিক্ষকের কর্মরত বিদ্যালয় হতে সহকারী শিক্ষক বদলি হয়ে যাওয়ায় প্রতিস্থাপন সাপেক্ষে প্রধান শিক্ষকদের বদলি এড়ানোর জন্য এবং বছর শেষ ও শুরুর দিকে বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে প্রধান শিক্ষকদের আবেদনসমূহের নিষ্পত্তি শুরু হবে সহকারী শিক্ষক পদায়নের পর (ইনশাআল্লাহ)। 


যেকোন সফটওয়্যারই একদিনে উন্নয়ন হয় না, কয়েক বছরে বিভিন্ন ট্রাই এন্ড এররের মধ্য দিয়ে যেকোন সফটওয়্যার উৎকর্ষতা পায়। একই কথা প্রযোজ্য হবে অনলাইন শিক্ষক বদলি সফটওয়্যারটির ক্ষেত্রে। মাঠ পর্যায়ের পরামর্শের প্রেক্ষিতে সফটওয়্যারটি প্রতিনিয়ত পরিমার্জিত হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা বদলি কার্যক্রমটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো- এমনটাই আমাদের প্রত্যাশা।

সুত্রঃ

(শরিফুল ইসলাম স্যার, শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর)

(Shariful Islam Sir, Education Officer, Directorate of Primary Education)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.