আগামী ০৭-১২ জানুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত ২৭ তম "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালন প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি (০৩/০১/২৩)।
আগামী ০৭-১২ জানুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত ২৭ তম "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালন প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি (০৩/০১/২৩)।
১) উপজেলা শিক্ষা অফিসারগণ প্রধানশিক্ষকদের ০৭-১২ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত ২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সুষ্ঠু ভাবে পালনের নির্দেশনা প্রদান করবেন।
২) সহকারি শিক্ষা অফিসারগণ নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমুহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমটি সুষ্ঠু ভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্বাবধান করবেন।
৩) জেলা/উপজেলার সকল কর্মকর্তাকে দ্বৈবচয়নের মাধ্যমে বিদ্যালসমুহে উক্ত কার্যক্রম নিবিড়ভাবে পরীবীক্ষণ করতে হবে।
৪) শিক্ষকগণ যেন স্বতঃস্ফুর্ত ভাবে উভয় কার্যক্রমে অংশগ্রহণ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষিকগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে।
৫) সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটি আই এর পরীক্ষণ বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়কে এ কর্মসূচির আওতায় আনতে হবে। এছাড়া পথশিশু, কর্মজীবী শিশু প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ঝড়ে পড়া ৫-১২ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে এনে কৃমিনাশক ট্যাবলেট সেবন করাতে হবে। প্রধাণ শিক্ষকগণ কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের পুর্বের দিন দৈনিক সমাবেশে সকল শিক্ষার্থীকে ঔষধ সেবন সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করবেন।
৬) খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো যাবে না। অসুস্থ্য শিশুকে ঔষধ সেবন করা থেকে বিরত রাখতে হবে।
Letter from Prussia (03/01/23) regarding the observance of the 27th "National Worm Control Week" from January 07-12, 2023. 1) The Upazila Education Officers will instruct the head teachers to properly observe the 27th National Worm Control Week from 07-12 January 2023. 2) The Assistant Education Officers will closely monitor the proper implementation of the National Deworming Program in the schools of their respective clusters. 3) All district/upazila officials should closely monitor the said activities in schools through dual selection. 4) It should be ensured that the teachers participate spontaneously in both the activities. All assistant teachers of the school should be involved in this program. 5) All government primary schools, PTI pilot schools, primary schools run by Shishu Kalyan Trust should be brought under this programme. Besides street children, working children, every government primary school in the catchment area of 5-12 years of storm-affected children should be brought to school and made to consume deworming tablets. The head teachers will provide necessary advice and guidance to all the students on the day before the deworming program in the daily assembly. 6) Anthelmintic tablets should not be taken on an empty stomach. A sick child should be prevented from taking medicine.
No comments
Your opinion here...