ad

২০২২ শিক্ষাবর্ষের ৩য় প্রান্তিকের মূল্যায়ন (পরীক্ষা) সংক্রান্ত নির্দেশনা ও রুটিন (২৭/১১/২২)।

Views

 


২০২২ শিক্ষাবর্ষের ৩য় প্রান্তিকের মূল্যায়ন (পরীক্ষা) সংক্রান্ত নির্দেশনা ও রুটিন (২৭/১১/২২)।

♦️পরীক্ষা শুরুঃ ০৮/১২/২০২২ থেকে
♦️শেষঃ ১৯/১২/২০২২ খ্রি.
♦️প্রতি শ্রেণিতে প্রতি বিষয়ে ৬০ নম্বরের বার্ষিক মূল্যায়ন করতে হবে।
♦️সহকারী থানা/ উপজেলা শিক্ষা অফিসারের তত্বাবধানে বিষয় শিক্ষকের মাধ্যমে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক শিখনক্ষেত্র বিবেচনায় ক্লাস্টারওয়ারী প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে।
♦️শিক্ষার্থীদের কাছ থেকে কোন ফি নেওয়া যাবে না।
♦️প্রশ্নপত্র প্রিন্ট করে ফটোকপি করে সরবরাহ করতে হবে।
♦️কোন অবস্থাতেই প্রশ্নপত্র ছাপাখানায় মুদ্রণ করা যাবে না।
♦️পরীক্ষার ব্যয় বিদ্যালয়ের আনুষাঙ্গিক খাত /স্লিপ খাত থেকে ব্যয় করা যাবে।
♦️প্রত্যেকটি বিষয়ে শ্রেণি মূল্যায়নের প্রাপ্ত নম্বর ও চূড়ান্ত প্রান্তিকের প্রাপ্ত নম্বর যোগ করে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অগ্রগতির প্রতিবেদন প্রণয়ন করতে হবে এবং অভিভাবকদের অবহিত করতে হবে।

♦️কোন বিশেষ পরিস্থিতির জন্য মূল্যায়নের তারিখ ও সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট থানা /উপজেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সিদ্ধান্তের প্রেক্ষিতে তারিখ ও সময় পুনঃনির্ধারণ করতে পারবে।




পিডিএফ লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.