ad

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়ের আজ সচিবালয়ে প্রদত্ত ব্রি‌ফিংয়ের সারাংশ।

Views

 


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়ের আজ সচিবালয়ে প্রদত্ত ব্রি‌ফিংয়ের সারাংশ।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
👉 প্রাথমিকে শূন্য পদে শিক্ষক নিয়োগ ১৫ নভেম্বরের
মধ্যে সম্পন্ন হবে।
👉 ২০২৩ সাল থেকে ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর
সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক
বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।
👉 সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার
চেষ্টা করা হ‌বে।
প্রাথমিকে শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান।
আজ রবিবার সচিবালয়ে এক ব্রি‌ফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় তিনি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালানোর পরিকল্পনার কথাও জানান।
স‌চিব ব‌লেন, ‘দে‌শের সকল প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।’
তিনি ব‌লেন, ‘সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে। ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।’
(বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.