পিইএসপি উপবৃত্তির ড্যাশবোর্ডে চাহিদা( Demand) নামে নতুন অপশন যোগ করা হয়েছে।
Views
পিইএসপি উপবৃত্তির ড্যাশবোর্ডে চাহিদা( Demand) নামে নতুন অপশন যোগ করা হয়েছে।
প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস্টারে তালিকা জমাদানের পর সেটি সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইকরণ সম্পন্ন এবং উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদিত হলে চাহিদা( Demand) সাবমিট করা যাবে,তার আগে নয়।
ডিমান্ড শীট সাবমিট করতে করনীয়ঃ
১।উপবৃত্তির পোর্টালে লগইন করে ড্যাশবোর্ডে 'চাহিদা'(Demand)নামে নতুন ১টি অপশন পাওয়া যাবে।(চিত্র-১)
২। সেটিতে ক্লিক করলে চাহিদাপত্র নামে আরো ১টি অপশন আসবে।(চিত্র-২)
৩। এরপর শিক্ষার্থীর প্রোফাইলে অর্থবছর(২০২১-২২) এবং পেমেন্ট চক্র(জুলাই/২১-ডিসেঃ২১) দেখা যাবে।এখান থেকে নির্দিষ্ট সংখ্যক(১০/২০/৫০/১০০) শিক্ষার্থী সিলেক্ট করে পেমেন্ট চক্রের প্রতিটি মাসের সামনের ফাঁকা বক্সে টিক চিহ্ন দিলে অল সিলেক্ট হবে।এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করলেই তথ্যগুলো সেভ হয়ে যাবে।(চিত্র-৩)
চাহিদাপত্র তৈরি তো হল, এবার ক্লাস্টারে জমাদানের পালা।
৪।এবার ক্লাস্টারে চাহিদা জমাদান অপশনে ক্লিক করে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী সিলেক্ট করে সাবমিট করতে হবে।এভাবে সকল শিক্ষার্থীর চাহিদা সাবমিট করলে সেগুলো ক্লাস্টার এটিইও/এইউইও মহোদয়ের আইডিতে জমা হবে।(চিত্র-৪)
একজন প্রধান শিক্ষকের কাজ এটুকুই।
ধন্যবাদ সকলকে।
No comments
Your opinion here...