ad

১৩ হতে ২০ গ্রেডে কর্মরত সরকারি কর্মচারির সন্তানদের 'শিক্ষাবৃত্তি'র জন্য অনলাইনে দরখাস্ত আহবান সংক্রান্ত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি (২৭/০৪/২২)।

Views

 

১৩ হতে ২০ গ্রেডে কর্মরত সরকারি কর্মচারির সন্তানদের 'শিক্ষাবৃত্তি'র জন্য অনলাইনে দরখাস্ত আহবান সংক্রান্ত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি (২৭/০৪/২২)।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আবেদনের শেষ সময় : ২০ মে, ২০২২ খ্রিঃ তারিখ
বিকাল ৫ টা পর্যন্ত।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ২০২১-২০২২ অর্থবছরে ১৩-২০ গ্রেডে (পূর্বে ছিল ১১-২০ গ্রেড) কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্ত আহবান করা হয়েছে (২৭/০৪/২২ থেকে ২০/০৫/২২ পর্যন্ত)।
👉 সরকারি কর্মচারি, যাঁরা ১৩ হতে ২০ গ্রেডভুক্ত
বেতনে চাকরিজীবী।
👉 সন্তান ৬ষ্ঠ শ্রেণি হতে ততোর্ধ্ব যেকোনো শ্রেনিতে
অধ্যয়নরত থাকতে হবে।
👉 সর্বোচ্চ ২ জন সন্তানের জন্য আবেদন করা যাবে।
👉 পিতা-মাতা উভয়ে সরকারি কর্মচারী হলে
যেকোনো একজনের নামে আবেদন করতে হবে।
👉 চাকুরীজীবি, বিবাহিত কিংবা বেকার সন্তানের জন্য
শিক্ষাবৃত্তি প্রাপ্য হবেন না।
👉 সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত
কর্মচারীর সন্তানের জন্য আবেদন করা যাবে।
👉 সরকারি কর্মচারির ছবি ও স্বাক্ষর।
👉 সরকারি কর্মচারির পে ফিক্সেশন নম্বর ও NID
নম্বর।
👉 সন্তানের বিগত শ্রেণির নম্বরপত্র যা শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে।
তিন ধাপে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
👉 ফরমের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে
কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে
রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে
রেজিস্ট্রেশন করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে
হবে। এরপর আবেদনপত্র ডাউনলোড করে এর
প্রিন্ট কপি বের করতে হবে।
👉 আবেদনের প্রিন্ট কপিতে সন্তানদের শিক্ষা
প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, কর্মচারীর অফিস
প্রধানের স্বাক্ষর ও অফিসের স্বারক নং বসাতে
হবে।
👉 কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে পুনরায়
লগইন করে স্বাক্ষরযুক্ত আবেদনপত্র এবং
সন্তানদের পরীক্ষার ফলাফলের মূল নম্বর ফর্দের
ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) স্ক্যান করে
সেগুলো আপলোড করার মাধ্যমে আবেদনের
কাজ সম্পন্ন করতে হবে।
[বিঃদ্রঃ -- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সিনিয়র সহকারীরা এবার আবেদনের আওতার বাহিরে চলে গেছেন। শুধুমাত্র টাইমস্কেল/উচ্চতর গ্রেড পাননি এমন সহকারীরাই তাদের ৬ষ্ঠ শ্রেণি থেকে উচ্চতর স্তরে অধ্যয়নরত সন্তানদের জন্য আবেদন করতে পারবেন।]
আবেদনের লিংক নিচে দেয়া হলো :






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.