১৩ হতে ২০ গ্রেডে কর্মরত সরকারি কর্মচারির সন্তানদের 'শিক্ষাবৃত্তি'র জন্য অনলাইনে দরখাস্ত আহবান সংক্রান্ত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি (২৭/০৪/২২)।
Views















সরকারি কর্মচারি, যাঁরা ১৩ হতে ২০ গ্রেডভুক্ত
সন্তান ৬ষ্ঠ শ্রেণি হতে ততোর্ধ্ব যেকোনো শ্রেনিতে
সর্বোচ্চ ২ জন সন্তানের জন্য আবেদন করা যাবে।
পিতা-মাতা উভয়ে সরকারি কর্মচারী হলে
চাকুরীজীবি, বিবাহিত কিংবা বেকার সন্তানের জন্য
সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত
সরকারি কর্মচারির ছবি ও স্বাক্ষর।
সরকারি কর্মচারির পে ফিক্সেশন নম্বর ও NID
সন্তানের বিগত শ্রেণির নম্বরপত্র যা শিক্ষা
ফরমের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে
আবেদনের প্রিন্ট কপিতে সন্তানদের শিক্ষা
কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে পুনরায়
১৩ হতে ২০ গ্রেডে কর্মরত সরকারি কর্মচারির সন্তানদের 'শিক্ষাবৃত্তি'র জন্য অনলাইনে দরখাস্ত আহবান সংক্রান্ত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি (২৭/০৪/২২)।
















আবেদনের শেষ সময় : ২০ মে, ২০২২ খ্রিঃ তারিখ
বিকাল ৫ টা পর্যন্ত।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ২০২১-২০২২ অর্থবছরে ১৩-২০ গ্রেডে (পূর্বে ছিল ১১-২০ গ্রেড) কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্ত আহবান করা হয়েছে (২৭/০৪/২২ থেকে ২০/০৫/২২ পর্যন্ত)।

বেতনে চাকরিজীবী।

অধ্যয়নরত থাকতে হবে।


যেকোনো একজনের নামে আবেদন করতে হবে।

শিক্ষাবৃত্তি প্রাপ্য হবেন না।

কর্মচারীর সন্তানের জন্য আবেদন করা যাবে।


নম্বর।

প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে।
তিন ধাপে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে
রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে
রেজিস্ট্রেশন করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে
হবে। এরপর আবেদনপত্র ডাউনলোড করে এর
প্রিন্ট কপি বের করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, কর্মচারীর অফিস
প্রধানের স্বাক্ষর ও অফিসের স্বারক নং বসাতে
হবে।

লগইন করে স্বাক্ষরযুক্ত আবেদনপত্র এবং
সন্তানদের পরীক্ষার ফলাফলের মূল নম্বর ফর্দের
ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) স্ক্যান করে
সেগুলো আপলোড করার মাধ্যমে আবেদনের
কাজ সম্পন্ন করতে হবে।
[বিঃদ্রঃ -- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সিনিয়র সহকারীরা এবার আবেদনের আওতার বাহিরে চলে গেছেন। শুধুমাত্র টাইমস্কেল/উচ্চতর গ্রেড পাননি এমন সহকারীরাই তাদের ৬ষ্ঠ শ্রেণি থেকে উচ্চতর স্তরে অধ্যয়নরত সন্তানদের জন্য আবেদন করতে পারবেন।]
No comments
Your opinion here...