সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী_কাম_প্রহরী পদে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে। (২৯/০৩/২০২২)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী_কাম_প্রহরী পদে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে। (২৯/০৩/২০২২)
সারাংশ
সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী পদে আউটসোর্সিং এর মাধ্যমে বিদ্যমান নীতিমালা আলোকে জনবল নিয়োগের কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো এবং ইতিমধ্যে যদি কোন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ কার্যক্রম চলমান থাকে তা বাতিল করা হলো। ।
এ প্রসঙ্গে আরও উল্লেখ্য যে জনবল সংগ্রহ সংশোধিত নীতিমালাকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করা হয়।মহামান্য আদালত রুলনিশিতে দপ্তরি কাম প্রহরী পদের জনবল সংগ্রহের নীতিমালার ৫ নং অনুচ্ছেদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। ।
এমতাবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উল্লেখিত পরিপত্র ও পিটশনের প্রেক্ষিতে রুলনিশি মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহের কার্যক্রম গ্রহণের আপাতত সুযোগ নাই। সে মতে সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
No comments
Your opinion here...