ad

অনলাইন শিক্ষক বদলির লিংকে ঢুকলে যা দেখবেন।

Views

 

অনলাইন শিক্ষক বদলির লিংকে ঢুকলে যা দেখবেন।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অনলাইন বদলির অপশন চালু হয়েছে। লিংক হলো : http://180.211.137.57:8888/login
লিংকে ঢুকলে প্রথমেই 'অনলাইন শিক্ষক বদলি' নামে একটি পেইজ আসবে। সেখানে যা যা দেখতে পাবেন :
👉 ব্যবহারকারীর ধরণ : এখানে পদবী যেমন --
সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক নির্বাচন করতে
হবে।
👉 শিক্ষক পিন নম্বর : ই-প্রাইমারি থেকে প্রাপ্ত।
👉 মোবাইল নম্বর : ই-প্রাইমারি স্কুল সিস্টেমে ব্যবহৃত।
👉 স্বাক্ষর।
👉 বদলির ধরণ :
ক) একই উপজেলা/থানায় বদলির আবেদন
খ) আন্তঃ উপজেলা/থানায় বদলির আবেদন
গ) আন্তঃ জেলা বদলির আবেদন
ঘ) আন্তঃ বিভাগ বদলির আবেদন
ঙ) সিটি কর্পোরেশন বদলির আবেদন।

Menu Bar -এ (বাম পাশে) যা যা দেখতে পাবেন সেগুলো হলো :
ক) বদলির আবেদন
খ) অসম্পূর্ণ আবেদনসমূহ
গ) জমাকৃত আবেদনসমূহ
ঘ) বদলির আদেশ
ঙ) আপনার স্বাক্ষর।

No comments

Please do not enter any spam link in the comment box.

Theme images by fpm. Powered by Blogger.