নগদ" লাইভ পোর্টালে উপবৃত্তি আপলোড সংক্রান্ত ম্যানুয়াল। (ভিডিও)
Views

প্রাথমিকে নগদে উপবৃত্তি

প্রধান শিক্ষকের করণীয় 
প্রধান শিক্ষকগণ তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানের EMIS Code -কে User ID হিসেব ব্যবহার করবেন। Password সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের মােবাইলে ‘নগদ” কর্তৃক প্লেৱণ করা হবে। উক্ত Password তারা নিজের সুবিধামতাে ৱিসেট করে নিবেন এবং Password এর গােপনীয়তা রক্ষাবেন।
পাের্টালে মায়ের NID Number ও উক্ত NID কর্তৃক রেজিষ্ট্রেশনকৃত সিম ব্যবহার করতে হবে। যদি এরুপ না থাকে সেক্ষেত্রে বৈধ অভিভাবকের মােবাইল নম্বর ব্যবহার করা যাবে।
বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে ৪০% নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির সুবিধাভােগী হিসেবে নির্বাচিত করতে হবে।
অভিভাবকের করণীয় 
নতুন পদ্ধতিতে ডাক বিভাগের নগদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রাথমিকের উপবৃত্তি পাওয়ার জন্য অভিভাবকদের করণীয়-
অভিভাবকের যে নম্বরটি নগদ একাউন্ট হিসেবে ব্যবহার করার জন্য নির্বাচন করবেন তা অবশ্যই অভিভাবকের নিজের জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
নগদ একাউন্টের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে তা নিশ্চিত হয়ে নিবেন।















নগদ পোর্টালে তথ্য আপলোডের ধাপসমূহ
পূর্ব প্রস্তুতি:-
১. কাজের সুবিধার জন্য বিদ্যালয়ের পুনরাবৃত্তি সহ সকল শিক্ষার্থীর তথ্য নিম্নোক্ত ছকে রাফ করে নিবেন।
২.প্রদত্ত ছকে শিক্ষার্থীর নাম লেখার সময় শ্রেনিভিত্তিক রোল নং (১,২,৩..... )অনুযায়ী লিখবেন। কারণ নগদ পোর্টালে রোল নম্বর অনুযায়ী সিরিয়াল করা আছে।
৩. প্রদত্ত ছকে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং মাতা/অভিভাবকদের NID নম্বর পুরোটা দিতে হবে।
৪. প্রদত্ত ছকে শিক্ষার্থীর সাথে অভিভাবকের সম্পর্কের ঘরে Sister, brother,Aunt, uncle, grandfather, grandmother, father, mother লিখতে হবে।
পরবর্তী পদক্ষেপ:
১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করে ডান পার্শ্বে নিচের দিকে "নগদ" পোর্টালের প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন।
২.ইউজার আইডির ঘরে আপনার বিদ্যালয়ের EMIS কোড লিখুন।
৩. পাসওয়ার্ড এর ঘরে (Q3...........20) পাসওয়ার্ড লিখুন।
৪. প্রধান শিক্ষক তার ই-মেইল আইডি, এনআইডি এবং স্বাক্ষর (সাদা কাগজে স্বাক্ষর করে ছবি তুলে সেই স্বাক্ষরের ছবি আপলোড করে) দিয়ে প্রোফাইল কমপ্লিট করবেন।
৫. প্রধান শিক্ষক আবশ্যিকভাবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন।
৬.নতুন পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর স্কিনের বাম পাশের school list এ ক্লিক করে Edit students list এ ক্লিক করে একটু অপেক্ষা করুন।
৭. স্কিনের ওপরে Class সিলেক্ট করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংশোধন করুন।
৮. ১ম পাতা এডিট করার পর নিচের Arrow বাটন এ ক্লিক করে নেক্সট পেজ এ প্রবেশ করুন।
৯. একটি শ্রেণীর শিক্ষার্থীদের সম্পূর্ণ তথ্য এডিট করার পর স্কিনের উপরে সেভ বাটনে ক্লিক করুন।
১০. মনে রাখবেন একটি শ্রেণীর সকল শিক্ষার্থীর সকল কলাম পূরণ করার পরই শুধুমাত্র আপনি সেভ করতে পারবেন।আশা করছি দু-একদিনের মধ্যেই সফটওয়্যার আপডেট হওয়ার পর ২/১ জন শিক্ষার্থীর তথ্য এডিট করলেও সেভ করা যাবে।
১১.আপনার বিদ্যালয়ের ২০২০সালে অধ্যয়নরত সকল (পুনরাবৃত্তি সহ) শিক্ষার্থীর তথ্য এডিট করার পর যারা চলতি কোয়ার্টারে উপবৃত্তির পাওয়ার যোগ্য তাদের কলামের পাশে টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
১২. পরবর্তীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদনের পর শিক্ষার্থীদের নামের পাশে মাসওয়ারি টাকার পরিমাণ লিখে পুনরায় সাবমিট বাটনে ক্লিক করুন।
১৩.আপনি একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, এখানে প্রদত্ত মোবাইল নাম্বার টি যেন প্রদত্ত এনআইডি দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির নামেই রেজিস্ট্রেশন করা থাকে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে এটি যাচাই-বাছাই করে দেখা আপনার দায়িত্ব।








উল্লেখ্য, পাের্টালে যে মােবাইল নাম্বার প্রদান করবেন সেটি অশাই সচল, যথার্থ এবং অভিভাবকের আয়ত্বে থাকতে হবে।

“নগদ পাের্টালে ২০১৯-২০ অর্থ বছরের ৩য় কিস্তিতে (জানুয়ারি-মার্চ/২০২০) রূপালী ব্যাংক শিওরক্যাশ কর্তৃক যে সকল সুবিধাভােগীকে উপবৃত্তি প্রদান করা হয়েছিল তাদের ডাটাসমূহ প্রদর্শিত হচ্ছে।
এ ডাটাসমূহ হতে প্রয়ােজন অনুদায়ী। সংযােজন, বিয়ােজন, সংশােধন, পরিবর্তন, পরিমার্জন করে ২০২০ সালের উপবৃত্তির সুবিধাভোগীদের তালিকা এবং ২০১৯২০২০ অর্থবছরের ৪র্থ (এপ্রিল-জুন/২০২০) কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণের উপযােগী চহিদা পাের্টালে লাইভ এন্ট্রি আগামী ১০/০১/২০২১ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।



দীর্ঘদিন থেকে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা রূপালী ব্যাংকের শিওর ক্যাশ এর মাধ্যমে প্রদান করা হচ্ছিল।
নতুনভাবে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করার জন্য নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চূড়ান্ত করেছে।
এখন থেকে শিক্ষার্থীরা তাদের অভিভাবকের মোবাইলে চালু করা নগদ একাউন্টের মাধ্যমে টাকা পেয়ে যাবে। তবে এর জন্য অভিভাবকদের নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

কারণ বর্তমানে নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস স্বয়ংক্রিয়ভাবে এন আই ডি তথ্য দিয়ে একাউন্ট সম্পন্ন করা হয়। কোন কারণে অভিভাবকের এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন না করা থাকলে উপবৃত্তির টাকা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হবে।

প্রয়োজনে বর্তমান সিমের মালিকানা পরিবর্তন করবেন অথবা নতুন একটি সিম আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে নগদ একাউন্ট খোলার জন্য ব্যবহার করবেন। 

"নগদ" লাইভ পোর্টালে উপবৃত্তি আপলোড সংক্রান্ত ম্যানুয়াল। (ভিডিও)
















No comments
Your opinion here...