ad

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের ২৯ টি নির্ধারক

Views
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের ২৯ টি নির্ধারক 




শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের ২৯ টি নির্ধারক


শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের যে ২৯ টি নির্ধারক দেখা হয়/হবে সেগুলো নিম্নরূপ:
১. সঠিকভাবে পতাকা উত্তোলন হচ্ছে কিনা?
২. শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা ও সমাবেশে নৈতিক শিক্ষা দেয়া হয় কি না?
৩. শিক্ষক উপস্থিতি নিশ্চিত হয় কি না? হাজিরাখাতা পরিদর্শনপূর্বক।
৪. প্রতিষ্ঠান প্রধান মুভমেন্ট রেজিস্টার ব্যবহার করেন কি না?
৫. নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ করা/১০দিনের বেশি অনুপস্থিত থাকলে কি ব্যবস্থা নেয়া হয়?
৬. আই.এম.এস রিপোর্ট পর্যবেক্ষণ করা এবং হালনাগাদ করা হয় কি না?
৭. শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষক ডায়েরি ব্যবহার করেন কি না?
৮. শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত (রেজিস্টার সংরক্ষণ করা হয় কি না?)
৯. ইন হাউজ টেনিং রেজুলেশন সংরক্ষণ করা হয় কি না?
১০. ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে কি না? (রুটিনে বিষয়ভিত্তিক শিক্ষককে সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস দেয়া হচ্ছে কি না?)
১১. মাল্টিমিডিয়া ক্লাস/ক্লাসের রেজিস্টার করা।
১২. টয়লেট/সেনিটেশন ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা।
১৩. বার্ষিকী/পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা করা হয় কি না?
১৪. অভিভাবক সমাবেশ হয় কি না? (সমাবেশে জাতীয় সংগীত হয় কি না?)
১৫. অভিন্ন সময় সূচি অনুযায়ী শ্রেণি পাঠদান কার্যক্রম অনুসরণ করা হয় কি না?
১৬. শিক্ষা উপকরণের ব্যবহার হয় কি না?
১৭. সহশিক্ষা কার্যক্রম অনুসরণ করা হয় কি না?
১৮. প্রতিষ্ঠান কর্তৃক সৃজনশীল প্রশ্নপত্র করা হয় কি না?
১৯. প্রতিষ্ঠানের আয়-ব্যয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয় কি না?
২০. লাইব্রেরি ব্যবহার এবং রেজিস্টার সংরক্ষণ করা হয় কি না?
২১. প্রতিষ্ঠানের ল্যাবের ব্যবহার (ল্যাব রেজিস্টার ব্যবহার করা হয় কি না?)
২২. উপবৃত্তি সংক্রান্ত নিয়ম অনুসরণ করা হয় কি না?
২৩. নোট গাইড ব্যবহার বিধি নিষেধ মেনে চলা হয় কি না?
২৪. কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ অনুসরণ করা হয় কি না?
২৫. ধারাবাহিক মূল্যায়ন ডায়েরি সংরক্ষণ করা হয় কি না?
২৬. শিক্ষার্থীর পুষ্টি বিষয়ে কোন আলোচনা হয় কি না?
২৭. বই পড়া কার্যক্রম ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করা হয় কি না?
২৮. পরিদর্শন বই এ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় কি না?
২৯. সর্বশেষ পরিদর্শন কর্মকর্তা পরিদর্শন বইতে যা নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন হয়েছে কি না?

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.