ad

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ। ফলাফল দেখুন।

Views

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ। ফলাফল দেখুন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে সারাদেশের মোট ১৮ হাজার ১৪৭ জন প্রার্থী পাস করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) বদরুল হাসান বাবুল। ফল তৈরির দায়িত্বে ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। গতরাতে সেখানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদিরসহ নিয়োগ কমিটির সদস্যরা।

পরীক্ষায় পাস করা প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এ ফল পাওয়া যাবে।

গত বছরের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ পাঁচজন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। গত ৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। মাসব্যাপী সারাদেশের সব জেলায় মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়। সব প্রক্রিয়া শেষ করে গত রাতে এ ফল প্রকাশ করা হলো।


সকল জেলার জন্য পিডিএফ লিঙ্কঃ https://drive.google.com/file/d/10vFJoX6Ge8QJNhPw5GKMo5mE0ayRLhPs/view?usp=drivesdk

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.