ad

কর্মকর্তা অবসরে গেলেও এসিআর প্রতিস্বাক্ষর করতে পারবেন।

Views

কর্মকর্তা অবসরে গেলেও এসিআর প্রতিস্বাক্ষর করতে পারবেন।


অবসরপ্রাপ্ত / চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া কর্মকর্তা কর্তৃক এসিআর লিখন এবং প্রতিস্বাক্ষর করানো যাবে।

সারসংক্ষেপ:

  • পূর্ব LPR ছিল এখন PRL
  • PRL বা চুক্তিভিত্তিক নিয়োগে থাকা কালীন এসিআর অনুস্বাক্ষর বা প্রতিস্বাক্ষর করতে পারবেন।
  • চূড়ান্ত অবসরের ০১ দিন আগ পর্যন্ত।
  • চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার পূর্ব  দিন পর্যন্ত স্বাক্ষর করতে পারবেন।
  • আর ব্যাক ডেটে করতে হবে না।

বিস্তারিত জানতে পরিপত্র দেখুন:

সংস্থাপন মন্ত্রণালয়ের ২২ ফেব্রুয়ারি ২০১১ খ্রি: তারিখের ০৫.১০২.০২২.০০.০০.০০১.২০০৬.০২ নং পরিপত্র মোতাবেক অবসরপ্রাপ্ত / চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া কর্মকর্তা কর্তৃক এসিআর লিখন এবং প্রতিস্বাক্ষর সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং অম/অধি/প্রবি-১/চা:বি:-৩/২০১০ (অংশ-৩)৬২ এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পূর্বে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের LPR শেষ হওয়ার পর অবসর কার্যকর হতো বিধায় LPR এবং তৎপরবর্তী ১ (এক) বছরকাল পর্যন্ত তারা এসিআর অনুস্বাক্ষর/প্রতিস্বাক্ষর করতে পারতেন। যেহেতু বর্তমান PRL শুরুর অব্যবহিত পূর্বেই অবসর কার্যকর হয় সেহেতু PRL ভোগকারী কর্মকর্তা/কর্মচারীগণ PRL ভোগকালীন সময় অর্থাৎ PRL এ যাওয়ার দিন থেকে পরবর্তী ০১ (এক) বছর এবং চুক্তি ভিত্তিক নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দিন থেকে ০১ (এক) বছর পর্যন্ত এসিআর অনুস্বাক্ষর প্রতিস্বাক্ষর করতে পারবেন। 

০২। এতদ্বারা পূর্বের সম(সিআর-৩)-২০/২০০১(অংশ)-৪০; তারিখ ৩/৯/০৫ নং আদেশ বাতিল করা হলো। 

আদেশটিতে স্বাক্ষর করেছেন উপ সচিব ড. কাজী লিয়াকত আলী। 





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.