ad

সাময়িক বরখাস্ত কালীন এবং অবসর প্রস্তুতি জনিত ছুটিতে থাকা কালীন উৎসব ভাতা সংক্রান্ত আদেশ

Views

সাময়িক বরখাস্ত কালীন এবং অবসর প্রস্তুতি জনিত ছুটিতে থাকা কালীন উৎসব ভাতা সংক্রান্ত আদেশ 


অর্থ বিভাগ

ব্যয় নিয়ন্ত্রণ, প্রবিধি ও বাস্তবায়ন উইং

বাস্তাবায়ন শাখা-৪

নং-অম/অবি(বা)৪-এফ,বি-১২-৮৪(অংশ)১০৭ তাং ৩০-০৭-৮৪

বিষয়: সাময়িক বরখাস্ত কালীন এবং অবসর প্রস্তুতি জনিত ছুটিতে থাকা কালীন উৎসব ভাতা প্রাপ্যতা প্রসঙ্গে।

অর্থ বিভাগের ২-৬-১৯৮৪ তারিখের এম.এফ,পি এফডি (ইমপ্লি)৪/এফ-বি-১২-৮৪-৭৮ নং স্মারকে মঞ্জুরীকৃত উৎসব ভাতা প্রসঙ্গে আদিষ্ট হয়ে নিম্নবর্ণিত ব্যাখ্যঅ প্রদান করা হইল:

(ক) অবসর প্রস্তুতিজণিত ছুটিতে থাকা কালীন সময়ে সরকারী কর্মকর্তা/কর্মচারীগণ উক্ত ছুটির অব্যবহিত পূর্বে আহরিত মূল বেতনের ভিত্তিতে অন্যান্য কর্মকর্তার /কর্মচারীদের ন্যায় উৎসব ভাতা প্রাপ্য হইবেন।

(খ) সাময়িক বরখাস্তকালীন সময়ে আহরিত মূল বেতনের যে অংশ “সাবসিটেন্ট গ্র্যান্ট” হিসাব প্রাপ্য, সে অংশের সমান উৎসব ভাতা ইসলাম ধর্মাবম্বী কর্মকর্তা/কর্মচারীগণ দুই ঈদ উৎসবে সমান দু’ভাবে এবং অন্যান্য ধর্মাবলম্বী কর্মকর্তা/কর্মচারীগণ তাদেঁর উৎসবে এক কালীন প্রাপ্য হইবেন।

এইচ.আর দত্ত

উপ-সচিব।
Theme images by fpm. Powered by Blogger.