বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন মঞ্জরী ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ নীতিমালা 2009
Views
বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন মঞ্জরী ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ নীতিমালা 2009
বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন মঞ্জরী ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ নীতিমালা 2009
পেনশনারদের অবসর গ্রহণের তারিখ হইতে মোট ১৫ বৎসর মেয়াদকাল পূর্তির কোন সময়কাল অবশিষ্ট থাকিলে এই আদেশ কার্যকর হওয়ার তারিখ হইতে অবশিষ্ট সময়কালের জন্য অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা কন্যার বয়স নির্বিশেষে সর্বোচ্চ ১৫বৎসর মেয়াদকালের অবশিষ্ট সময়কাল পূর্তি পর্যন্ত পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: অবিবাহিতা/বিধবা/তালাক প্রাপ্তা কন্যাও কি আজীবন পেনশন পাবেন?
- উত্তর: না, পেনশনারের মৃত্যুর পর ১৫ বছর পর্যন্ত পারিবারিক পেনশন পাবেন।
- প্রশ্ন: অবিবাহিতা/বিধবা/তালাক প্রাপ্তা কন্যার বয়স ১৫ বছর হওয়া পর্যন্ত পেনশন পাবেন?
- উত্তর: না, পারিবারিক কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছর গ্রহণ করা যাবে।
No comments
Your opinion here...