বদলীকৃত কর্মকর্তাবৃন্দের বদলী/নিয়োগ আদেশের বাস্তবায়ন প্রসঙ্গে সংস্থাপন মন্ত্রণালয়ের চিঠি। (25/8/2010)
Views
বদলীকৃত কর্মকর্তাবৃন্দের বদলী/নিয়োগ আদেশের বাস্তবায়ন প্রসঙ্গে সংস্থাপন মন্ত্রণালয়ের চিঠি। (25/8/2010)
বদলীকৃত কর্মকর্তাবৃন্দের বদলী/নিয়োগ আদেশের বাস্তবায়ন প্রসঙ্গে সংস্থাপন মন্ত্রণালয়ের চিঠি। (25/8/2010)
বাংলাদেশ সরকারের কোন কর্মকর্তা জনস্বার্থে যে কোন দপ্তরে কাজ করতে পারেন বা বদলী করা হতে পারে। নিজ ইচ্ছায়ও যদি বদলি হয় জনস্বার্থে তাকে অব্যহতি দেওয়ার নির্দেশ রয়েছে।
সারসংক্ষেপ:
- বদলিকৃত কর্মকর্তাবৃন্দের বদলি/আদেশের বাস্তাবায়ন।
- ০২ সপ্তাহের মধ্যে আবশ্যিক ভাবে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
- ১৬ তম দিবসে তিনি তাৎক্ষনিক ভাবে অবমুক্ত বলে গন্য হবেন।


