ad

ফেসবুক এ আর করবেন না এই ভুল গুলি।নাহলে হয়ে জেতে পারে আপনার একাউন্ট ব্লক।

Views

ফেসবুক এ আর করবেন না এই ভুল গুলি।নাহলে হয়ে জেতে পারে আপনার একাউন্ট ব্লক।

বন্ধুরা ফেসবুক এখন ধিরে ধিরে হয়ে উঠছে জনপ্রিয় মার্কেটিং প্লাটফর্ম ।সাথে সাথে বেড়ে চলেছে স্প্যামিং। জার ফলে ফেসবুক তার Community Guidelines আরো শক্ত করেছে ।
কেউ জদি Facebook এ এমন কিছু কাজ করে  জা Facebook Community Guidelines এর  বিপরীতে তাহলে করে দিতে পারে তাকে facebook block 
আজকে আমরা এই পোস্ট এ জানব  যেই ভুলগুলি এড়িয়ে চল্লে আমাদের facebook id block হবে না।

আলোচ্চ বিষয় গুলি

  • Facebook Profile 
  • Facebook Page
  • Facebook Group

Facebook Profile

Post Sharing 

আমরা আমাদের নিউজ ফিড এ কিছু মজাদার পোস্ট আসলে তা শেয়ার করে থাকি। তবে শেয়ার করার আগে দেখে নিন
  • পোস্টটি কোনো নির্দিষ্ট জাতি,সংস্থা বা কোনো ব্যাক্তির মানসিকতা কে আঘাত করছে না তো?
  • দেখে নিন কোনো প্রকার নেশক্ত জিনিস কে প্রমোট করছে কিনা।
  • কোনো রকম সেক্সউয়াল কন্টেন্ট কিনা।

Poke

কোনো ব্যাক্তিকে অবাঞ্ছিত ভাবে বারে বারে পোক করবেন না।
পোক করা কি ?
আপনি জদি ফেসবুক এ কোনো এক জন এর প্রোফাইল এ ঢোকেন তাহলে Pokeকরার  অপ্সান দেখতে পাবেন।এর আখ্যরিক অর্থ হল খোঁচা দেওয়া। এর মানে ছোটো খাটো হেলো।

Group Joining Limitation

২০০ এর বেশি গ্রুপ এ জয়েন করবেন না। তা না হলে হয়ে যেতে পারে আপনার facebook id block

Senting Friend Requests

অপরিচিত ব্যক্তিকে Friend Request পাঠাবেন না।আর জদি পাঠানোর প্রয়োজন হয় তাহলে দিনে ৫টির বেসি পাঠাবেন না।

Facebook Page

আপনার জদি ফেসবুক পেজ থাকে তাহলে নিশ্চিত রুপে আপনি প্রতি দিন পোস্ট করতে পারেন। কিন্তু কিছু লোক জন আছেন এমন কি প্রথম প্রথম আমিও প্রতি দিন অনেক গুলো করে পোস্ট করতাম।জার ফলে ফেসবুক আমাকে  স্প্যাম করার কারন দেখিয়ে ১৫ দিন এর জন্য ব্লক করে দিয়েছিল।
তাই বলছি আপনি এই ভুল করবেন না । দিনে ৬ টি পোষ্ট করুন ৪ ঘন্টা পরে পরে। মানে একটি পোষ্ট করার ৪ ঘণ্টা পর আর একটি পোস্ট করবেন। দিনে একটি করে লিঙ্ক শেয়ার করুন।
Facebook Group
আমার যে সকল বন্ধুদের ফেসবুক পেজ আছে তারা জানেন যে পেজ এ অরগানিক লাইক পেতে।এবং পেজ এর পোস্ট এ অরগানিক রিচ পেতে Facebook Group এ পেজ এর পোস্ট শেয়ার করতে হয়।
কিন্তু এতে হয় কি কয়েকটি পোস্ট শেয়ার করার পর ফেসবুক আমাদেরকে গ্রুপ পোস্টিং থেকে ব্লক করে দেয়।জাতে আপনি আর গ্রুপ এ পেজ এর পোস্ট শেয়ার না করতে পারেন।
এর কারন হল ফেসবুক চায় না আপনি ফ্রিতে ৫০০০-১০০০০ রিচ ফ্রি তে পেয়ে জান এতে তার বিজনেসে লস হয়।ফেসবুক চায় আপনি পোস্ট এ রিচ পাওয়ার জন্য তাদের বুস্ট অপ্সান ব্যবহার করুন।

এই সমস্যার সমাধান-

আপনি যে আইডি তে ফেসবুক পেজ করেছেন সেই আইডি দিয়ে গ্রুপ এ শেয়ার করবেন না । আলাদা একটা একাউন্ট বানান এবং তার থেকে জত খুশি গ্রুপ এ পোস্ট শেয়ার করুন।
আর আনুন ফ্রি তে অরগানিক লাইক এবং রিচ। তবে মনে রাখুন ২০০ এর বেসি গ্রুপ জয়েন করবেন না।
তো বন্ধুরা আশা করি পোস্টটি আপনাকে সাহাজ্য করবে facebook block এর সমস্যাকে এড়িয়ে জেতে। ভালো থাকুন।ধন্যবাদ।

Theme images by fpm. Powered by Blogger.