সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার সকল গ্রেডে কর্মরত/ অবসরপ্রাপ্ত কর্মচারি তাদের পরিবারের সদস্য এবং মৃত কর্মচারীরর সদস্যদের পরিবারেরর কল্যাণ তহবিল থেকে চিকিৎসা ভাতা পাওয়া যায়।
Views
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার সকল গ্রেডে কর্মরত/ অবসরপ্রাপ্ত কর্মচারি তাদের পরিবারের সদস্য এবং মৃত কর্মচারীরর সদস্যদের পরিবারেরর কল্যাণ তহবিল থেকে চিকিৎসা ভাতা পাওয়া যায়।
পরিবারের যে কোন প্রকার চিকিৎসার ব্যয় ও ঔষধ খরচ সহায়তা নেয়া যায় ।
সরকারি কর্মচারী বা কর্মকর্তাগণ সাধারণত প্রতি মাসের বেতন হতে কর্মচারী কল্যাণ বোর্ডে জমা দানের জন্য বাধ্যতামূলক ভাবে ৫০ টাকা কর্তন করে থাকে। এ কর্তনের ফলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে তার নিজের বা পরিবারের কেউ অসুস্থ্য হলে চিকিৎসা সহায়তা নিতে পারে। এজন্য তাকে যা করতে হবে।
নিচের ফরমটি যথাযথ ভাবে পূরণ করতে হবে।
সকল ফি বা ঔষধ কেনার রশিদ যুক্ত করে একটি তালিকা তৈরি করে গেথে দিতে হবে।
আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে।
সাধারণত পরিবারের সন্তান, পিতা মাতা, নির্ভরশীল ভাই বোন এর যে কোন অসুস্থ্যতা জনিত চিকিৎসার ব্যয়ের জন্য সহায়তা আবেদন করা যায়।
সিজারিয়ান বা প্রসবজনিত চিকিৎসা ব্যয়ের জন্যও আবেদন করা যায়।
এ আবেদন চিকিৎসা গ্রহণের ০১ বছরের মধ্যে একবারই করা যায়।
নিচের আবেদন ফরমটি ডাউনলোড করে পূরণ করে মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা বরাবর আবেদন করতে হবে।
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার সকল গ্রেডে কর্মরত/ অবসরপ্রাপ্ত কর্মচারি তাদের পরিবারের সদস্য এবং মৃত কর্মচারীরর সদস্যদের পরিবারেরর কল্যাণ তহবিল থেকে চিকিৎসা ভাতা পাওয়া যায়।
পরিবারের যে কোন প্রকার চিকিৎসার ব্যয় ও ঔষধ খরচ সহায়তা নেয়া যায় ।
সরকারি কর্মচারী বা কর্মকর্তাগণ সাধারণত প্রতি মাসের বেতন হতে কর্মচারী কল্যাণ বোর্ডে জমা দানের জন্য বাধ্যতামূলক ভাবে ৫০ টাকা কর্তন করে থাকে। এ কর্তনের ফলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে তার নিজের বা পরিবারের কেউ অসুস্থ্য হলে চিকিৎসা সহায়তা নিতে পারে। এজন্য তাকে যা করতে হবে।
নিচের ফরমটি যথাযথ ভাবে পূরণ করতে হবে।
সকল ফি বা ঔষধ কেনার রশিদ যুক্ত করে একটি তালিকা তৈরি করে গেথে দিতে হবে।
আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে।
সাধারণত পরিবারের সন্তান, পিতা মাতা, নির্ভরশীল ভাই বোন এর যে কোন অসুস্থ্যতা জনিত চিকিৎসার ব্যয়ের জন্য সহায়তা আবেদন করা যায়।
সিজারিয়ান বা প্রসবজনিত চিকিৎসা ব্যয়ের জন্যও আবেদন করা যায়।
এ আবেদন চিকিৎসা গ্রহণের ০১ বছরের মধ্যে একবারই করা যায়।
নিচের আবেদন ফরমটি ডাউনলোড করে পূরণ করে মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা বরাবর আবেদন করতে হবে।
Medical help from BKKB for family treatment
একাধিক স্থানে আবেদন করা যাবে, নমুনা সংযুক্ত করে দেওয়া হলো:
নুমনা: ০১
মাননীয়
প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
তেজগাঁও, ঢাকা।
বিষয়: নিম্ন বেতনভুক্ত সরকারী কর্মচারী হিসাবে আমার স্ত্রী রাহেলাবেগমNon Specific abdominal pain CDMC HTNC Diabetic Foot (ক্যান্সার) রোগের চিকিৎসা জনিত কারণে আর্থিক সাহায্যেরজন্য আবেদন।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমিনিম্নস্বাক্ষরকারী আপনার অধীনস্থ তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশবেতার, কবিরপুর, সাভার, ঢাকায় নিরাপত্তা প্রহরী” কর্মচারী হিসাবে কর্মরতআছি। আমার স্ত্রী রাহেলা বেগম দীর্ঘদিন যাবৎNon Specific abdominal pain CDMC HTNC Diabetic Foot (ক্যান্সার) রোগে অসুস্থ থাকায়বাংলাদেশের অভ্যন্তরে ডেলটা মেডিক্যাল কলেজ হসপিটালে ভর্তি করেচিকিৎসা করেছি। দীর্ঘ ৪মাস যাবৎ ডেলটা মেডিক্যাল কলেজ হসপিটালেচিকিৎসা করেও স্ত্রীকে সুস্থ করতে পারি নাই। চিকিৎসার বিভিন্ন প্যাথলজিপরীক্ষা ওঔষধ ক্রয় বাবদ আমার মোট খরচ হয় টাকা= ১,৫১,৮১৫.২৫(এক লক্ষ একান্ন হাজার আটশত পনের টাকা পঁচিশ পয়সা) টাকা মাত্র(বিল ভাউচার সংযুক্ত)।
আমি একজন নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারী হওয়ায় উক্ত টাকাঋণ কর্জ করে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করিতে হয়েছে। বর্তমানে আমি উক্তঋণের কারণে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়েদিনাতিপাত করছি। আমার স্ত্রী এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। তার চিকিৎসারজন্য আরও আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র প্রয়োজন হবে। এই খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।আমি বর্তমানে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর টাকা ৯০০০–২১৮০০(গ্রেড–১৭) ভূক্ত নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরীতে নিয়োজিত আছি।
এমতাবস্থায় উপরোল্লেখিত চিকিৎসার ব্যয়ভার বহনের নিমিত্তেআর্থিক সাহায্যের জন্য আপনার সমীপে আবেদন করছি। ইতিপূর্বে মাননীয়প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে আমি কোন আর্থিক সাহায্য/অনুদান গ্রহণকরিনি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই, উপরোক্তবর্ণনামতে সংযুক্ত চিকিৎসা সংক্রান্ত কাগজাদির আলোকে একান্ত মানবিকদিক থেকে বিবেচনা করে আমার স্ত্রীর চিকিৎসার সাহায্য প্রদানে মাননীয়প্রধানমন্ত্রীর কৃপাদৃষ্টি কামনা করছি এবং তৎজ্জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।
আপনারএকান্তঅনুগত,
তারিখ: ১২/১২/২০১৬ খ্রি:
(Your Name)
নিরাপত্তাপ্রহরী
বাংলাদেশবেতার
কবিরপুর,সাভার,ঢাকা।
সংযুক্ত:
১। ডেলটা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা সংক্রান্তছাড়পত্র ডাক্তার কর্তৃক মূলকপি–০৫ টি
২। চিকিৎসা খরচের তালিকা–০১ কপি।
৩। চিকিৎসা সংক্রান্ত ভাউচার সমূহের মূলকপি ০১–১৯২ পর্যন্ত মোট ০৫ পৃষ্ঠা।
৪। আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি–০১ কপি।
৫। আবেদনকারীর ছবি (সত্যায়িত) –০১ কপি।
৬। আবেদনকারীর স্ত্রীর ছবি (সত্যায়িত) –০১ কপি।
৭। আবেদনকারীর স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-০১ কপি।