ad

বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।

Views বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।
 ২০১৮-১৯ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার সহ বিস্তারিত আলোচনা। অর্থ আইন, ২০১৮তে বর্ণিত কর হারের তফসিল অনুযায়ী প্রত্যেক নিবাসী ব্যক্তি-করদাতা (অনিবাসী বাংলাদেশীসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি-সংঘ ও আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসহ অন্যান্য করদাতার ক্ষেত্রে মোট আয়ের উপর করহার নির্ধারিত হয়।
হাইলাইটস:
  • প্রথম ২,৫০,০০০ টাকার বেশি যে পরিমাণ অর্থ আয় হবে সে পরিমাণ অর্থের উপর অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উপর পরবর্তী ৪ লক্ষ টাকার উপর ১০% আয়কর দিতে হবে।
  • করদাতা মহিলা হলে ৩ লক্ষ টাকার উপর যে আয় হবে তার উপর ৪ লক্ষ টাকা পর্যন্ত ১০% হারে আয়কর দিতে হবে।
বিস্তারিত জানতে আইন দেখুন:
(১) বার্ষিক প্রথম ২,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কোন আয়কর দিতে হবে না।
(২) বার্ষিক মোট আয়ের পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০% আয়কর দিতে হবে।
(৩) পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫% আয়কর দিতে হবে।
(৪) পরবর্তী ৬,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০% আয়কর দিতে হবে।
(৫) পরবর্তী ৩০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২৫% আয়কর দিতে হবে।
(৬) অবশিষ্ট মোট আয়ের উপর ৩০% আয়কর দিতে হবে।
তবে, উপরোল্লিখিত কর হার করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজ্জাত পন্য প্রস্তুতকারক দরদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।

Theme images by fpm. Powered by Blogger.