প্রেরিত পত্রের তাগিদ পত্র দেওয়া যায় কত দিন পর
Views
প্রেরিত পত্রের তাগিদ পত্র দেওয়া যায় কত দিন পর
কোন পত্র প্রেরণের পর উত্তর পাওয়া না গেলে সাধারণত তাগিদ পত্র প্রেরণ করতে হয়। একই পত্রের উপরে তাগিদ পত্র লিখে পুনরায় সে পত্রটি প্রেরণ করতে হয়।
- প্রথম ১৫ দিনের মধ্যে তাগিদ পত্র প্রেরণ করতে হয়।
- তাগিদ পত্র প্রেরণেও কোন সুরাহা না হলে এসএমএস, ই-মেইল ও টেলিফোনেও তাগিদপত্র প্রেরণ করা যাবে।
- অনিষ্পত্তিকৃত পত্রগুলোর বিবরণী তৈরি করিও মাসিক বিবরণী প্রেরণ করা যাইবে।