ad

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিদের পেনশন কেইস দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অবসর প্রস্তুতিমুলক ছুটিতে গমনের ১৩ মাসপূর্বে কর্মস্থল থেকে বদলী না করা প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি। (1/9/2009)

Views



PRL এর ১৩ মাস পূর্বে কোন কর্মচারীকে অন্যত্র বদলী নয়।

আমরা যারা সরকারি চাকরি করি চাকরি শেষের দিকে আসলে চিন্তায় পড়ে যাই যে, আমি মারা গেলে পারিবারিক পেনশন নিষ্পত্তির জন্য আমার গ্রামের বাড়ির কাছে কোন স্টেশন বা কেন্দ্রে বদলী হতে পারলে ভাল হতো। অথবা যারা বাড়ির কাছে কোন কেন্দ্রে চাকরি করছি টেনশনে থাকতে হয় যে, অবসরের পূর্বে যদি দূরে কোথাও বদলি করে তাহলে পরবর্তীতে পারিবারিক পেনশন পেতে পরিবারের বেগ পেতে হবে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন কেইস দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমনের ১৩ (তের) মাস পূর্বে কর্মস্থল থেকে বদলী  না করা প্রসঙ্গে।

সারসংক্ষেপ:

  • সরকারি কর্মচারী অবসর গ্রহনের পূর্বে ৩ বছর একই দপ্তরে বা কর্মস্থলে বহাল থাকবেন।
  • পিআরএল এর ১৩ মাস পূর্বে বদলী নয়।
  • জনস্বার্থে অত্যাবশ্যক না হলে এবং পদের দায়িত্ব পালনে অনুপযুক্ত বা অক্ষম না হলে ১৩ মাস পূর্বে বদলী করা যাবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০১ সেপ্টেম্বর ২০০৯ সালের সম(বিধি-৪)-সংশোধন (বদলী)-৪/২০০৯-৩৩৪ নম্বর পরিপত্রের মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন কেইস দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমণের ১৩ (তের) মাস পূর্বে কর্মস্থল থেকে বদলী না করা প্রসঙ্গে আদেশ জারি করেছে সরকার। 
পেনশন ও আনুতোষিক মঞ্জুরী ও প্রদান ত্বরান্বিত করার লক্ষ্যে সূত্রোল্লিখিত স্মারক দ্বারা নির্দেশনা জারি করা হয় যে, সাধারণ নিয়মে (General rules) সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অবসর গ্রহণের পূর্ববর্তী তিন বছর একই দপ্তরে বা কর্মস্থলে বহাল থাকবেন। তবে জনস্বার্থে অত্যাবশ্যক হলে এবং সংশ্লিষ্ট কর্মচারী তাঁর পদের দায়িত্বে সন্তোষজনকভাবে পালনে যোগ্য বিবেচিত না হলে উক্ত সাধার-১/৫)ণ নিয়মের ব্যতিক্রম করা হবে।
০২। ইতোমধ্যে বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন মঞ্জুরী ও পরিশোধ সংক্রান্ত বিধি ও পদ্ধতি অধিকতর  সহজীকরণ বিষয়ক অর্থ মন্ত্র বিভাগের ২৭-০১-২০০৯ খ্রি: / ১৪-১০-১৪১৫ ব: তারিখের স্মারক নং -অম/অবি/প্রবি:১/৩পি-২০০৫ (অংশ-১/৫ জারি করা হয়েছে। উক্ত স্মারক অনুযায়ী অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমণের ১৩ মাস পূর্বে পেনশন সংক্রান্ত কার্যক্রম শুরু হয় বিধায় পেনশনার গণের যথাসময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে সূত্রোল্লিখিত স্মারকের অনুবৃত্তিক্রমে সরকার নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে:
(ক) জনস্বার্থে অত্যাবশ্যক না হলে এবং সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনে অনুপযুক্ত বা অক্ষম না হলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীকে আবেদনের ক্ষেত্র ব্যতীত অবসর প্রস্তুতিমূরক ছুটি আরম্ভের ১৩ মাসের কম সময় অবশিষ্ট থাকার ক্ষেত্রে অন্য দপ্তরে বা কর্মস্থলে বদলী করা যাবে না। 
(খ) অবসর প্রস্তুতিমূলক ছুটি আরম্ভের ১৩ মাসের কম সময় অবশিষ্ট থাকার ক্ষেত্রে পেনশন প্রাপ্তির সুবিধার্থে কোন সরকারি কর্মচারীর বদলীর আবেদন জনস্বার্থে নিঘ্নিত না হলে এবং প্রশাসনিক অসুবিধার সৃষ্টি না হলে সহানুভূতির সাথে বিবেচনা করতে হবে।

Theme images by fpm. Powered by Blogger.