ad

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক কমিটি ( PTA)"

Views


প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক কমিটি ( PTA)" 
প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার  ৩- ১২ বছর বয়সী সকল শিশুর পিতা- মাতা/ অভিভাবক এবং সকল শিক্ষক এই শিক্ষক অভিভাবক কমিটির প্রাথমিক সদস্য থাকবেন।  এই কমিটির সদস্য সংখ্যা হবে ১০ জন( দশ)। যথাঃ  ১) সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অভিভাবক সমিতির সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত একজন সভাপতি এবং একজন সহ- সভাপতি।    ২) সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( পদাধিকারবলে) সদস্য - সচিব এবং  একজন সহকারী শিক্ষক সদস্য।   ৩) সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবকগণের মধ্য থেকে সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত ৩ জন পুরুষ অভিভাবক এবং ৩ জন মহিলা অভিভাবক।   শিক্ষক অভিভাবক ( PTA) সমিতির সাধারণ সভা বছরে অন্তত ২ ( দুইবার)  অনুষ্ঠিত হবে।  শিক্ষক অভিভাবকদের মধ্যে সু সম্পর্ক তৈরি করে বিদ্যালয়ের কল্যাণে সকল কার্যক্রমে সহযোগিতা করাই এই কমিটির মূল উদেশ্য।   ম্যানেজিং কমিটি  ও শিক্ষক অভিভাবক সমিতি একে অপরের সম্পূরক হিসেবে স্কুলের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন। উভয় কমিটির যুগ্ম সভা আহ্বান করে স্কুলের সার্বিক উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
Theme images by fpm. Powered by Blogger.