ad

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে ( বিকেকেবি) রেজিস্ট্রেশন করবার সহজ পদ্ধতি (ভিডিওসহ)

Views

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে রেজিস্ট্রেশন করবার সহজ পদ্ধতি (ভিডিওসহ) /Register in bkkb easily.

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে রেজিস্ট্রেশন করবার সহজ পদ্ধতি:


বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে ১১-২০ গ্রেডে কর্মরত সরকারি এবং তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর ৬ষ্ঠ শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক ২ (দুই) সন্তানের জন্য শিক্ষাবৃত্তি/ শিক্ষাসহায়তা এবং সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর ৯ম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক ২(দুই) সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে আবেদনের সময় মনে রাখতে হবে-

·      ★ আপনার মোবাইল ফোন নম্বর এর নমুনা হবে xxxxxxxxxxx । মোট সংখ্যা হবে১১ ডিজিট ।

·      ★ আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্যঘরগুলো পূরণ ঐচ্ছিক।

·      ★ জাতীয় পরিচয় পত্র নম্বর ১৩ ডিজিট হলে পূর্বে জন্ম সাল যোগ করে ১৭ ডিজিটবানিয়ে প্রবেশ করুন।

·      ★ আপনার পাসওয়ার্ড মনে রাখুন।


বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে রেজিস্ট্রেশন করবার পদ্ধতি:

১. প্রথমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের এই ওয়েব এড্রেসটি (eservice.bkkb.gov.bd) ব্রাউজারের এড্রেসবারে টাইপ করে Enter বাটন চাপুন;

২. বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েব সাইটের হোম পেজ থেকে “রেজিস্ট্রেশন” লেখা জায়গাতে ক্লিক করুন।

৩. এখন যে ফাঁকা ফরমটি পেলেন তাতে-(নিচের চিত্রে দেখুন)

(ক) কর্মচারীর ধরণ “কর্মরত” সিলেক্ট করুন।

(খ) কর্মচারীর কর্মক্ষেত্রের ধরণ “রাজস্বখাতভুক্ত” সিলেক্ট করুন।

(গ) কর্মচারির নাম বাংলায় লিখুন।

(ঘ) কর্মচারির নাম ইংরেজিতে লিখুন।

(ঙ) কর্মচারির মোবাইল নম্বর ইংরেজিতে লিখুন।

(চ) কর্মচারির ইমেইল এড্রেস লিখুন। (বাধ্যতামূলক নয়) ।

(ছ) কর্মচারির জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে লিখুন। (প্রয়োজনে প্রথমে জন্ম সাল লিখে ১৭ ডিজিট করে দিন) ।

(জ) এরপর কর্মচারির পে-ফিক্সেশন - ২০১৫ এর ভেরিফিকেশন নম্বর (ইংরেজিতে)লিখুন।

(ঝ) পর পর দুটি ফাঁকা ঘরে কমপক্ষে ৬ ডিজিটের একই পাসওয়ার্ড লিখুন এবং সংরক্ষণ করে রাখুন, পরে দরকার হবে।
(ঞ) সবশেষে উপরে প্রদত্ত সম্পূর্ণ তথ্যাদি সঠিক আছে কিনা, তা যাচাই করে নিচের দিকে বেগুণি কালারের “রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করুন।

(ট) “রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করবার পর কর্মচারির মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোড নম্বরটি নির্ধারিত ফাঁকা ঘরে বসিয়ে দিয়ে “যাচাই করুন” বাটনে ক্লিক করলে “অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ন হয়েছে” এই ম্যাসেজ টি আপনাকে দেখাবে। আর এভাবেই বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েব সাইটে আপনার “রেজিস্ট্রেশন” করবার কাজটি সম্পন্ন হবে।

সবশেষে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েব সাইটের হোম পেজ গিয়ে “লগ ইন” লেখাটিতে ক্লিক করে নির্ধারিত ফাঁকা ঘরে আপনার মোবাইল নম্বর ও উক্ত পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নিচের দিকে “লগ ইন” লেখাটিতে ক্লিক করে আপনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েব সাইটে যতবার খুশি ততবার লগইন/প্রবেশ করতে পারবেন।
যাদের বুঝতে সমস্যা হবে। তাদের জন্য ভিডিও টিউটোরিয়াল
https://youtu.be/w09IU-0447Q


Theme images by fpm. Powered by Blogger.